‘মোস্ট ডিজঅনেস্ট অ্যান্ড করাপ্ট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা করবেন এবার ট্রাম্প
যুক্তরাষ্ট্র থেকে ড. ওমর ফারুক।। স্থানীয় সময়ঃ ৩জানুয়ারি ২০১৮।। রাত সাড়ে এগারটা।
দুর্নীতিগ্রস্ত সংবাদমাধ্যমগুলোর জন্য পুরস্কার ঘোষণার কথা জানায়ে টুইট করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কথিত টুইট প্রেসিডেন্ট। এবার নিজের দেশের সংবাদমাধ্যমের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি নতুন একটি পথও খুঁজে বের করলেন। হোয়াইট হাউস থেকে এ বিষয়ে আনুষ্ঠিানিক ভাবে কোন মন্তব্য করা হয় নি। ট্রাম্পের ট্যুিইট বার্তা থেকে জানা গেছে, গত এক বছরে আমেরিকার তাবৎ গণমাধ্যমগুলোর সমালোচনা করে আসা ডোনাল্ড ট্রাম্প এবার ‘করাপ্ট মিডিয়া অ্যাওয়ার্ড’ নামে মিডিয়াগুলোকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি প্রদান করবেন বলে জানোলেন। ট্যুইটে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যুইট প্রেসিডেন্ট লিখেছেন, এ বছর তিনি ‘মোস্ট ডিজঅনেস্ট অ্যান্ড করাপ্ট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা করবেন৷ এ পুরস্কারের মধ্যে সংবাদমাধ্যমগুলোর ‘অসততা এবং বাজে সাংবাদিকতার’ বিষয়গুলোও পরিষ্কার ভাবে ফুটে উঠবে বলে ট্যুইটে লিখেছেন ট্রাম্প৷ গত নভেম্বরেও তিনি বলেছিলেন, তার কাজ নিয়ে সংবাদমাধ্যমগুলো যেরকম ‘বিকৃত’ প্রতিবেদন ছাপছে, সেজন্য তাদের ‘ফেক নিউজ ট্রফি’ দেওয়া যায় কি না, তা তিনি খতিয়ে দেখছেন৷ সে সময় ট্যুইটে তিনি লিখেছিলেন, ফক্স বাদ দিয়ে সিএনএনসহ টিভি নেটওয়ার্কগুলোর মধ্যে কারা সবচেয়ে অসৎ, দুর্নীতিগ্রস্ত- তা নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনা করছেন৷ গত বছর জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই তীব্র ভাষায় সংবাদ মাধ্যমগুলোরর ওপর আক্রমণ চালিয়ে আসছেন ট্রাম্প৷ তাঁর এবং তাঁর পরিচালিত প্রশাসনের বিরুদ্ধে সব খবরই তিনি ‘ফেক নিউজ’ বলে উড়িয়ে দিয়ে আসছেন।
http://adage.com/article/media/trump-ll-give-dishonest-corrupt-media-awards/311797/
/www.nytimes.com/2017/12/11/us/politics/trump-news-media-new-york-times.html