মেয়েরা বাড়িতে একা থাকলে কি কি কাজ করে
মেয়েরা বাড়িতে একা থাকলে- একা থাকা এবং তাও যদি হয় ঘরের বাইরে তাহলে তো আর কথাই নেই। হতে পারে সেটা আপনার পড়াশুনার জন্য অথবা চাকরির কারনে। মাঝে মধ্যে এই একাকীত্ব আপনাকে মানুষিক ভাবে দুর্বল করে দেয় আবার কখনো আপনার প্রিয়জনদের কথা স্মরণ করে মনকে খুশিতে ভরিয়ে তোলে।
Los Angeles নিবাসী এক ইলাস্ট্রেটর গ্রাফিক্স ডিজাইনার সুন্দর ভাবে তার চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এই সকল মানুষগুলির চিত্ররূপ।
৩৪ বছর বয়সী এই শিল্পী একজন বিবাহিতা মহিলা।
তার এই চিত্ররূপ তৈরি করার মূল কারন তিনি চেয়েছিলেন তার নিজের জন্য কিছু করে যেতে।
তিনি বলেন “ইন্ডাস্ট্রিতে কাজ করা সত্বেও আমি কখনই নিজের জন্য কিছু এঁকে উঠতে পারিনি। আমি আমার জীবনের অভিজ্ঞতাকে পাথেয় করে আমার এই চিত্রকলাগুলি ফুটিয়ে তুলেছি।”
এই ড্রইংগুলিতে মূলত শিল্পীর বিয়ের আগের ঘটনা গুলির উপরেই দৃষ্টিপাত করা হয়েছে, সেই সময় যেই সময়ে শিল্পী তার পোষা কুকুর পার্কার কে নিয়েই থাকতেন।
আসুন আমরা দেখি !
#২5 আপনি প্রায় অবাধে ঘুরতে পারবেন
একা থাকার সময় আপনি যে স্বাধীনতা পেয়েছেন তা অসম্পূর্ণ। আপনি ঘুরে বেড়াতে পারবেন যেখানে সেখানে, এমনকি আপনি আপনার ঘরের মধ্যে নিজের ইচ্ছেমত পোশাক বা কিছু না পরেও ঘুরতে পারবেন।
#২৪ ঘরের প্রতিটি কোন আপনার খুশির ঠিকানা
আপনি আপনার ঘরের প্রতিটি স্থানকে নিজের মতো করে উপভোগ করতে পারেন। যখন আপনি জানেন যে এই কাজে আপনাকে বাধা দেয়ার মতো কেউ নেই। শুধু আপনাকে সঠিক দিকে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে।
#২৩ নিজের সময় নিন
আপনি আপনার বাথরুমে নিজের ইচ্ছেমত সময় কাটাতে পারেন, আপনাকে বিরক্ত করার কেউ থাকে না।
#২২ আপনি একটি জায়গার একাই মালকিন হন যার নাম রান্নাঘর ।
আপনি সেখানে যা ইচ্ছে রান্না করতে পারেন, যা ইচ্ছে খেতে পারেন এবং নিজের ইচ্ছে মতো বাসন পরিষ্কার করতে পারেন। এখান থেকেই আপনার মনে এই দ্বায়িত্ববোধ আসবে যে এই রান্নাঘর থেকেই ক্ষুধার্ত লোকেদের অন্ন জোগান দেওয়া হয় ।
#২১ পার্টি করতে চান ? চলে আসুন ….
এখানে আপনার পার্টি করার কোন বিধিনিষেধ থাকে না। আপনার কিছু ঘনিষ্ঠ বন্ধুকে ডেকে নিন, ব্যাস পার্টি শুরু। শিল্পী বলেন “আমার পচ্ছন্দসই ছিলো (একা থাকার সময় ) জোরে মিউজিক চালানো এবং এতটাই জোরে তার আওয়াজ যেন পুরো অ্যাপার্টমেন্টে প্রতিধ্বনি হয়।”
#২০ বাথরুমের শাওয়ারের জলের সাথে মন ভরে খেলা
স্নানের সময় সম্পূর্ণ আপনার নিজস্ব এবং কিভাবে সেই সময় আপনি কাটাবেন তাও আপনার নিজের মর্জি। শিল্পী এই প্রসঙ্গে বলেন “আমি তো স্নান করতে করতে এমনই আঁকা শুরু করতাম যে আমি অনেক সময় নিজেকেই ভুলে যেতাম।”
#১৯ আপনার লন্ড্রি
একা থাকার অর্থ আপনি যা খুশি করতে পারবেন, শুধু নিজের ইচ্ছে তৈরি করুন।
#১৮ একা থাকাকালীন আপনার খাদ্যাভাস।
এটাই আপনার ডাইনিং টেবিল, আপনিই ঠিক করেন কি খেতে হবে বা কখন খেতে হবে বা কোথায় খেতে হবে।
#১৭ বৃষ্টি যখন আপনাকে চিন্তায় ফেলে দেয়।
এই বৃষ্টিই আপনাকে একজন অভিজ্ঞ ব্যাক্তিরূপে প্রকাশ হতে সহায়তা করে। বৃষ্টির মাধ্যমেই আপনি আপনার জীবন সম্পর্কে সম্যক ধারনা অর্জন করেন এবং নিজের জীবনকে ভালবাসতে শেখেন।
#১৬ আমরা আমাদের পুরানো বইয়ের মধ্যে হারিয়ে যাই।
একা থাকা মানেই নিঃসঙ্গ থাকা নয়, মাঝে মাঝে সহস্র লোকের মাঝে থেকেও নিজেকে নিঃসঙ্গ মনে হতে পারে আবার মাঝেমাঝে পুরানো একটি বই আপনাকে সমস্ত নিঃসঙ্গতা ভুলিয়ে দিতে পারে ।
#১৫ চুলে ভরিয়ে দেওয়া মেঝে।
আপনার চুলে ভর্তি হয়ে থাকবে আপনার ঘরের মেঝে কিন্তু তাতে দৃষ্টিপাত করার সময় আপনার নেই।
#১৪ সেলফোনের সমস্ত নোটিফিকেশন ও মেসেজগুলি ভালো করে চেক করে নেওয়া।
কেউ আপনাকে আগে শুতে বলবে না বা মাঝরাত অবধি মোবইল ঘাটলেও কেউ বারন করবে না।
#১৩ আপনার মাঝরাতের ইচ্ছা সফল হতে পারে।
আপনি মাঝরাতে আপনার পচ্ছন্দসই হবি যেমন পেন্টিং, গান অথবা মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বাজাতে পারেন।
#১২ শুধু শুয়ে থাকুন আর দেখতে থাকুন।
আপনি গড়াগড়ি করে টেলিভিশনে আপনার পচ্ছন্দসই শো দেখতে থাকুন, কেউ আপনাকে বারন করবে না।
#১১ নিজের সঙ্গে কিছু ভালো সময় কাটান।
আপনি ইচেছ থাকলেও নিজেকে সময় দিতে পারেন না ব্যাস্ততার জন্য।
#১০ মাঝে মধ্যে একটু ফ্যাশন শো করে নেওয়া।
মাঝে মধ্যে আয়নার সামনে দাড়িয়ে মডেলের মতো হাঁটা চলা করা এবং চিন্তা করা এই ড্রেসটা কি আমাকে মানাচ্ছে ?
#০৯ নিজের মধ্যে এক শিল্পীকে আবিষ্কার করা।
আঁকার সময় তুমি যত নিজের শরীরে রং লাগাতে পারবে ততই নিজের কাজের তৃপ্তি পাবে।
#০৮ নিজের ইচ্ছেমত খান।
কোন রুটিন ছাড়াই খান কেউ আপনাকে বাঁধা দেবার নেই।
#০৭ রান্নাঘরের বাসন মাজার সময়।
সেই সময় যদি আপনার পচ্ছন্দসই গানটি বেজে ওঠে তাহলে রইলো আপনার বাসন, আগে হোক নাচ !!!
#০৬ ঘর পরিষ্কার সবসময় পরিষ্কার নাও হতে পারে।
রবিবার সবসময় খুশির দিন হয় কারন সেইদিন যেমন আপনি আপনার বন্ধুদের সাথে দেখা করতে পারেন তেমনি আপনার ঘরের সাফাই তথা পরে থাকা কাজগুলিও সেড়ে ফেলতে পারেন।
#০৫ অ্যালার্ম বাজা মাত্রই উঠে পরা।
কারন আপনি জানেন আপনার সাথে আর কেউ নেই যে আপনাকে দ্বিতীয়বার জাগিয়ে দেবে।
#০৪ কোন কাজ সহজ কেউ আপনাকে বলবে না।
কোন সময় যদি আপনি হীনমন্যতায় ভোগেন বা কোন প্রশ্নের দোটানায় ভোগেন নিজের পোষ্য কে চেঁপে জড়িয়ে ধরুন এবং নিজেকে উদ্দীপ্ত করুন, বলুন আমিও পারি সে যে পরিস্থিত হোক না কেন !!
#০৩ দেওয়ালের বোর্ডটি সবকথা বলে দেয়।
Yaoyao Ma এক ইন্টারভিউতে বলেন “একা থাকা ততটা ভয়ানক নয় যতটা সবাই অনুমান করে। মাঝে মাঝে সময় আপনাকে গিলে খেতে আসে ঠিকই কিন্তু কিছু স্মরণীয় সময় আমাদের উপহার দিয়ে যায়।“
#০২ নিঃসঙ্গ রাত কাটানো।
ফোন ছাড়া, ল্যাপটপ ছাড়া আপনি সময় কাটান চাঁদ ও তারাদের সাথে কল্পনা করুন আপনার সুন্দর দিনগুলি খুব নিকটেই আছে।
#০১ মাঝরাতে ঘুম থেকে উঠে ফ্রিজ খুলে ইচ্ছেমত খাবার খাওয়া।