মুজিবের জন্মদিনে উন্নয়নের শিরোপায় বাংলাদেশ।
স্বল্প উন্নয়নের দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হল বাংলাদেশ। যে দিনটিতে জাতিসংঘের ’কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি’ (সিডিপি) যোগ্যতা অর্জনের এ সনদপত্র জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের হাতে তুলে দিলেন, ১৭ মার্চ, শনিবার, সেই দিনটি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এ দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মুজিবের সমাধিতে ফুল দিয়ে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎফুল্ল কণ্ঠে বলেন, ‘‘এই লক্ষ্য আমরা পূরণ করতে পেরেছি। বাংলাদেশকে আর পিছিয়ে রাখা যাবে না।’’ হাসিনা বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, এই অর্জন তার প্রথম ধাপ।
সদস্য দেশগুলোকে বিভিন্ন সূচকের নিরিখে তিনটি তালিকায় ফেলে জাতিসংঘ— স্বল্পোন্নত, উন্নয়নশীল ও উন্নত। মাথাপিছু আয়, মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নের সূচকের মধ্যে যে কোনও দু’টিতে নির্দিষ্ট মানে পৌছলে কোনও দেশকে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত করা হয়। বাংলাদেশ তিনটি সূচকেই প্রার্থিত মান পূরণ করে উন্নয়নশীল দেশের তালিকায় উঠল। এ স্বীকৃতি অর্জনের জন্য আগামী ২২ মার্চ ঢাকায় মহা সমারোহে উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে এ দিন। তবে সনদপত্র দেওয়া হলেও উন্নয়নশীল দেশ হিসাবে পূর্ণ সনদ পেতে ২০২৪ পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে। কারণ এ অর্জন ততদিন ধরে রাখার পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। লাওস ও মায়ানমারও প্রথমবার এ যোগ্যতা পেয়েছে। ভুটান, সাও তোমে ও সলোমন দ্বীপপুঞ্জ দ্বিতীয় বারের মত যোগ্যতা অর্জন করায় তাদের এ তালিকায় অন্তর্ভুক্তির প্রস্তাব করেছে সিডিপি।