মাত্র ৩১২ টাকায় উড়োজাহাজে ঘুরে আসুন।
।।নিউইয়র্ক থেকে ড. ওমর ফারুক।।
২৬ নভেম্বর, ২০১৭।।

৩১২ টাকায় বিমানে চড়ার এক অপূর্ব সুযোগ এর মত একটি আকর্ষণীয় অফার দিল ভারতীয় বিমান সংস্থা ‘গো এয়ার’। এ বিমান সংস্থাটি বলছে, মাত্র ৩১২ টাকার বিনিময়ে বিমানে চেপেই ভারতের বেশ কিছু জায়গায় পৌঁছে যেতে পারেন। সংস্থার তরফে এক মুখপাত্র গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেনঃ, এটি একটি ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ অফার অর্থাৎ আগে এলে আগে পাবেন এ ভিত্তিতে টিকিট দেওয়া হবে। বুকিং ইতোমধ্যে শুরু হয়েছে গত ২৪ নভেম্বর থেকে। চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। অফারের সময়সীমার মধ্যে টিকিট কাটলে আপনি ১ ডিসেম্বর ২০১৭ থেকে ২৮ অক্টোবর ২০১৮-র মধ্যে যাত্রা করতে পারবেন।
বাংলাদেশে যে সব ভা.দা. রা আছেন, তারা বিশেষ ভাবে এ সুযোগে অনায়াসে আনন্দ ভ্রমণ করে আসতে পারেন।
তবে সব রুটের টিকিটে কিন্তু এই ছাড় মিলছে না। দিল্লি-লখ্নো, দিল্লি-চণ্ডীগড়, বেঙ্গালুরু-গোয়া, আমদাবাদ-মুম্বই, হায়দরাবাদ-বেঙ্গালুরু এবং আরও কয়েকটি রুটের টিকিটে মিলছে এই ছাড়। কলকাতা থেকে কোনও রুটের বিমানেই এই অফার কার্যকরী নয়। তাই এমন ভাবেই আপনাকে ট্রিপ সাজাতে হবে, যাতে নির্দিষ্ট জায়গায় পৌঁছে এই অফারের সুবিধে নিতে পারেন। আর কর্মসূত্রে যাঁরা অন্য রাজ্যে রয়েছেন, তাঁদের কোনও ঝক্কিই নেই। স্রেফ টিকিট কাটা আর বোম করে বেরিয়ে পড়া।
সূত্রঃ পিটিআই।