[জন্মের পর শিশুটিকে যদি পছন্দ না হয় ‘ক্রেতা’র, তা হলে তার জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে। রবি বলে, সে ক্ষেত্রে তার বোনের তিনটি শিশুকন্যার মধ্যে একজনকে বেচে দেবে।]

মাথা পুরোপুরি পরিণত হওয়ার আগেই ঠিক হয়ে যাচ্ছে মাথার দাম! শিশুপিছু তা কখনও ১৫ হাজার টাকা তো কখনও ৮০ হাজার। জন্মের আগে এ ভাবেই হাজার হাজার টাকায় বিক্রি হয়ে যাচ্ছে কন্যাভ্রূণ!

হায়দরাবাদে সম্প্রতি এনডিটিভি-র চালানো একটি স্টিং অপারেশনে সামনে এল এ চাঞ্চল্যকর তথ্য। খোঁজ মিলল, একটি বড় শিশুপাচার চক্রের। পশ্চিমবঙ্গেও বড়সড় শিশুপাচার চক্রের হদিস মিলেছে অনেক আগেই। ওই স্টিং অপারেশনের দৌলতে শিশুপাচার চক্রের ৬ ‘পান্ডা’কেও গ্রেফতার করেছে পুলিশ। খোঁজ চলছে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও।