মনটা আজ ভাল নেই।।
নিউইয়র্ক থেকে ড. ওমর ফারুক।।
মনটা আজ আমার কোনক্রমেই ভাল নেই
সে যে একাগ্র হয়ে স্থির হতে চাইছে না কিছুতেই,
জানালায় দাঁড়িয়ে পর্দাটা সরালাম,
শীতের রাতের আকাশ হলেও
বসন্ত যেন লুকোচুরি খেলে এখন
এ শহরে।
সড়কে মাঝে মাঝে জোরে সাইরেন বাজিয়ে ছুটে চলে
ফায়ার সার্ভিস কিংবা হাসপাতালের গাড়িগুলো,
তবুও আমি নিঃশব্দে গিয়ে জানালার পাশে দাাঁড়াই।
তাকিয়ে দেখি মেঘমুক্ত আকাশ,
আনমনে বলিঃ আজ আমার মন ভাল নেই কিছুতেই।
তোমার কাছ থেকে আমায় কিছু রঙ এনে দাও না,
আমি ভাল নেই। ভালই নেই।।
আমি ভাল নেই মানে এ নগরীর কোন কিছু ভাল নেই।
আচ্ছা, মানুষের মনও কী নদীর মত মরে যায়
অমন করে শুকিয়ে।
কেউ যদি ক্ষমতার জোরে ব্যারেজ তৈরি করে
নদীর প্রবাহকে বাধাগ্রস্ত করে, তাহলে-।
আমার মনটা কোনভাবেই আজ ভাল নেই,
কেউ একজন এসে মনের তৃষিত নদীতে
তিস্তা নদে ভারতের মত একটি ব্যারেজ তৈরি করেছে।
মনটা তো আমার কোন ভাবেই আজ ভাল নেই,
কিছু মানুষ আছে, যে থেকে থেকে রঙ বদলায়,
সে সব দেখে মন কেমন করে ভাল থাকে, বল।
আকাশ, তুমি কি অমন করে নারীর মন রাঙিয়ে যাও?
আর তাই সে তোমারই মত থেকে থেকে রঙ বদলায়।
এ সব ভেবে ভেবে উদয়াস্ত আমি হেঁটে চলি,
ঘুম নেই দু’চোখে
রাত গভীর হলেও তন্দ্রা আসে না দু’ নয়নে।