ভারতে রাস্তায় ভিক্ষা করছেন এমবিএ-গ্রিন কার্ডধারীরাও।। চমকে গেল পুলিশ এবং প্রশাসন!
যুক্তরাষ্ট্র থেকে ড. ওমর ফারুক সম্পাদিত। তারিখঃ ২৪ নভেম্বর ২০১৭।।
আর মাত্র ক’টা দিন বাদেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্টের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। আর তার জন্যও অনেক প্রশংসার বাণী মুখে ফেনা ঝরিয়ে চলছে হায়দরাবাদে রাজ্য সরকারের হোমরামোরা ও রাজনৈতিক ভাঁড়দের । শহর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে ভিক্ষুকদের। উচ্ছেদ করা হচ্ছে রাজ্যজুড়ে সকল ভিখারিদের। তবে ভিখারিদের ব্যাকগ্রাউন্ড যে এ রকম হতে পারে, সেটা বোধ হয় দুঃস্বপ্নেও ভাবে নি হায়দরাবাদের পুলিশ।
উচ্ছেদ করতে যেতেই মুখের উপর তড়বড় করে ইংরেজিতে জবাব দেন ওই ভিখারি। বছর পঞ্চাশের ওই মহিলার নাম ফারজানা। তাঁকে কেন সরানো হচ্ছে তা নিয়েই ইংরেজিতেই ঝগড়া শুরু করে দেন তিনি। চমকে যায় পুলিশ। একটি মসজিদের কাছ থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় তাঁকে। জেরায় জানা গিয়েছে, ওই ভিখারির একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে হায়দরাবাদে। তাঁর ছেলে আর্কিটেক্টের কাজ করেন আমেরিকায়। ফারজানা নিজেও এমবিএ, একসময় লন্ডনে কর্মরত ছিলেন তিনি।
তাঁর ছেলে জানিয়েছেন, এক মুসলিম ধর্মগুরুর নির্দেশে দরগার সামনে ভিক্ষা করা শুরু করেন ফারজানা। কারণ তাঁকে বলা হয়েছিল, এভাবে ভিক্ষা করলে তাঁর জীবনে সৌভাগ্য ফিরে আসবে। ছেলের আবেদনে পুলিশ ফারজানাকে ছেড়ে দিয়েছে।
সূত্রঃ ভারতীয় সংবাদ সংস্থা’র প্রতিবেদন অবলম্বনে।