ভারতে কুশপুতুল পুড়িয়ে রাষ্ট্রপতি হামিদকে অপমান
ভারতের রাষ্ট্র প্রধান থেকে শুরু করে যে কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশে আসলে তার কদরে কোন প্রকার ত্রুটি হয় না। সম্প্রতি ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব বাবু বাংলাদেশ সফর করে গেছেন। তাকে নজিরবিহীন সংবর্ধনা দেয়া হয়েছে। আদর-যত্নের কোন ত্রুটি ছিল না। এমনকি তার খাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের হাতে রান্না করেছেন। কিন্তু ভারত করেছে উল্টোটা। আন্তর্জাতিক সোলার জোটের সম্মেলনে যোগ দিতে ৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ভারত গিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি আসামের গুয়াহাটির পাঁচ তারকা হোটেল তাজ ভিভান্তায় উঠেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিদিন টাইমে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আসামের উগ্রবাদী হিন্দুদের সংগঠন হিন্দু যুব পরিষদ হোটেলের সামনে বিক্ষোভ ও রাষ্ট্রপতির কুশপুতুল পোড়ায়। বিক্ষোভকারীরা ‘আব্দুল হামিদ গো ব্যাক’ ও ‘বাংলাদেশ হুঁশিয়ার’ শ্লোগান দেয়। বিক্ষোভকারীরা বলছে, বাংলাদেশের মাটিতে ভারতবিরোধী শক্তি চীন ও পাকিস্তানকে প্রশ্রয় দিয়েছে। আমরা সেটি বন্ধের আহ্বান জানাই। একই সঙ্গে রংপুর ও সিলেট জেলা এবং ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী ১০ হাজার ৬শ একর জমি ফেরতের দাবি জানাই।
বাংলাদেশের একটি গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হওয়ার পরই এ নিয়ে সমালোচনা শুরু হয়। বিশিষ্টজনেরাসহ সচেতন মানুষ বলছেন, ভারত সরকার বাংলাদেশের রাষ্ট্রপতিকে দাওয়াত দিয়ে নিয়ে তার ছবিতে আগুন দিয়ে বাংলাদেশের জনগণকে অপমান করেছে। উগ্রবাদী হিন্দুরা এ আগুন রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছবিতে দেয়নি। এ আগুন তারা বাংলাদেশের পতাকায় দিয়েছে। বাংলাদেশের ১৬ কোটি মানুষের গায়ে তারা আগুন দিয়েছে। কেউ কেউ বলছেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ঘটনার শক্ত প্রতিবাদ জানানো উচিত।
দেখুন ভিডিওঃ https://youtu.be/iQ6sNZrmRzY
উৎসঃ অ্যানালাইসিস বিডি