ভারতের উত্তর প্রদেশে প্রকাশ্যে কোরবানি নিষিদ্ধ
ভারতের উত্তর প্রদেশে প্রকাশ্যে কোরবানি এবং ড্রেনে রক্ত ফেলা নিষিদ্ধ করেছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার।
গত ১৮ আগস্ট, শনিবার রাতে সরকারি বিভিন্নকর্মকর্তাদের সাথে ভিডিওকনফারেন্সে বৈঠক করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীআদিত্যনাথ। জানা যায় ওইবৈঠকে কোরবানির সময় যাতেঅন্য ধর্মের অনুভূতিতে যাতেআঘাত না লাগে সেজন্য তিনিপুলিশ প্রশাসনকে এই নির্দেশ দেন।খবর টাইমস অফ ইন্ডিয়ার।
টাইমস অফ ইন্ডিয়া আরও জানায়, বৈঠকে মুখ্যমন্ত্রী কর্মকর্তাদেররাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিনিয়ে আলোচনা করেছেন এবংবিদ্যুৎ এবং পানির মতো মৌলিক সুবিধা যাতে সবাই পায় সেদিকে খেয়াল রাখতে বলেছেন। এছাড়া কোন সংরক্ষিত প্রাণীযাতে কোরবানি না হয় সেদিকে খেয়াল রাখতে আইনশৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।
মোজাফফারনগর জেলা ম্যাজিস্ট্রেট রাজিব শর্মা বলেন, আমরা মুখ্যমন্ত্রীর প্রণীত নির্দেশ রাজ্যে নিশ্চিত করব। এ ব্যপারেআমরা জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছি।
অম্ভির সিং নামে পুলিশের এক কর্মকর্তা টাইমস অফ ইন্ডিয়াকে জানান, মুখ্যমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরগুরত্বআরোপ করেছে এবং কোরবানির ঈদ যথাযথ ভাবে পালন করার নির্দেশ দিয়েছে। তবে যেখানে বিভিন্ন ধর্মাবলম্বীরমানুষ থাকে সেখানে প্রকাশ্যে কোরবানি দেয়া যাবে না বলে তিনি আদেশ করেছেন।