ব্রিটেনের প্রথম মুসলিম নারী মন্ত্রী হলেন আজাদ কাশ্মীর বংশোদ্ভ ‍ুত নুস ঘানি। 

January 19, 2018 8:12 pm0 commentsViews: 119

nus ghaniনিউইয়র্ক থেকে ড. ওমর ফারুক।।

এবারই প্রথম ব্রিটেনের মন্ত্রিসভায় এলেন এক মুসলিম মহিলা মন্ত্রী।  বিশ্বের স্বর্গ নামে পরিচিত কাশ্মীর বংশোদ্ভূত নুস ঘানি (Nus Ghan) প্রধানমন্ত্রী থেরেসা মে’র মন্ত্রিসভায় পেয়েছেন পরিবহণ মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারির দায়িত্ব। নতুন বছরে থেরেসা মে মন্ত্রিসভার প্রথম রদবদলে ৪৫ বছর বয়সী নুসকে এ দায়িত্ব অর্পণ করলেন। প্রথম মুসলিম মহিলা মন্ত্রী হিসেবে নুস আজ ১৯ জানুয়ারি, শুক্রবার, ব্রিটিশ পার্লামেন্টের ‘হাউস অফ কমন্স’-এ ভাষণ দিলেন । নুসের মা-বাবা ছিলেন আজাদ কাশ্মীরের বাসিন্দা। অবশ্য ভারতীয় গণমাধ্যম নুসের অরিজিন হাইজ্যাক করে নিউজ করেছে। এনডিটিভিসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যম তাঁকে ভারতীয় অরিজিন ব্রিটিশ হিসেবে তুলে ধরেছে।  আর সেটি ভারতীয় কূটনীতি ও গণমাধ্যমের চলমান জালিয়াতি ও মিথ্যাচারের মত একটা প্রচারণা। তিনি মূলতঃ জন্মগ্রহণ করেন বিলেতে এবং তার বাবা-মা আজাদ কাশ্মীমের বাসিন্দা ছিলেন।  সেখান থেকে তাঁরা চলে যান ব্রিটেনের বার্মিংহামে। নুসের জন্ম বার্মিংহামেই। ‘হাউস অফ কমন্স’-এ তাঁর প্রথম ভাষণটি দেওয়ার পরপরই টুইট করেন নুস। সেই টুইটে নুস লেখেনঃ ‘‘পরিবহণমন্ত্রী হিসেবে আমার ইনিংস শুরু করলাম। ব্রিটেনের প্রথম মুসলিম মহিলা মন্ত্রী হিসেবে ইতিহাসও গড়ে ফেললাম।’’ কোন দফতরের মন্ত্রীরা ব্রিটিশ পার্লামেন্টের ‘হাউস অফ কমন্স’-এ যেখান থেকে তাঁদের ভাষণ দেন, নুস এ দিন সেই ‘ডিসপ্যাচ বক্স’-এ দাঁড়িয়েই তাঁর প্রথম ভাষণটি দিয়েছেন পার্লামেন্টে।  নতুন দায়িত্ব পেয়ে কেমন লাগছে, একটি বিবৃতিতে এ দিন তা শেয়ার করেছেন নুস। বলেছেন, ‘‘আমার কাছে এ দায়িত্বটা খুব এক্সাইটিং। চ্যালেঞ্জিংও। পরিবহণ আমার খুব প্রিয় বিষয়। ওয়েলডেন থেকে এমপি হওয়ার জন্য প্রচারের সময় থেকেই আমি পরিবহণের উন্নতির দাবি জানিয়ে আসছি। মন্ত্রকের দায়িত্ব পালন করার পাশাপাশি আমি ওয়েলডেনের মানুষের প্রত্যাশা পূরণেও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।’’ এর আগে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রকের পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারির দায়িত্ব পালন করেন নুস। নুসকে স্বাগত জানাতে গিয়ে তাঁর দফতরের পূর্ণমন্ত্রী পরিবহন সচিব ক্রিস গ্রেলিং বলেছেন, ‘‘নুসের প্রোমোশন প্রমাণ করল, কনজারভেটিভ পার্টি (‘টোরি’)-তে সুযোগের অভাব হয় না। নুসের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত।’’ ব্রিটেনের এমপি হওয়ার জন্য নুস প্রথম নির্বাচনে দাঁড়িয়েছিলেন ২০১০ সালে। তার ৫ বছর পর, ২০১৫-য় কনজারভেটিভ পার্টির প্রথম মুসলিম মহিলা এমপি হন ব্রিটিশ পার্লামেন্টে। ২০১৭ সালে ফের এমপি নির্বাচিত হওয়ার পর ব্রিটিশ পার্লামেন্টে তাঁর মায়ের মাতৃভাষা উর্দুতে শপথ নেন নুস।

Leave a Reply

You must be logged in to post a comment.

Editor in Chief: Dr. Omar Faruque

Editor: Dr. Morjina Akhter

All contact: 400E Mosholu Parkway South Apt # A23,The Bronx, New York 10458, USA

Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com