ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টায় অভিযুক্ত হলেন নাইমুর জাকারিয়া রহমান নামে ব্রিটিশ বাংলাদেশি।

December 7, 2017 2:08 am0 commentsViews: 49

তারিখঃ ৬ ডিসেম্বর ২০১৭।।

এই পুলিশ ভ্যানে করে নাইমুর জাকারিয়া রহমানকে আদালতে আনা হয়
এ পুলিশ ভ্যানে করে নাইমুর জাকারিয়া রহমানকে আদালতে আনা হয়

ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’কে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে নাইমুর জাকারিয়া রহমান নামে বাংলাদেশি বংশোদ্ভূত যুবককে আজ , ৬ ডিসেম্বুবর, বুধবার, লন্ডনের এক আদালতে হাজির করা হয়।

উত্তর লন্ডনের বাসিন্দা ২০ বছরের এই যুবক লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে নিজেকে ব্রিটিশ-বাংলাদেশি বলে পরিচয় দেন।

এ যুবকের বিরুদ্ধে অভিযোগ, সে প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রীটের নিরাপত্তা গেটে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ঢুকে পড়ে ছুরি, পেপার স্প্রে এবং সুইসাইড ভেস্ট ব্যবহার করে প্রধানমন্ত্রী তেরেসা মেকে হত্যার ষড়যন্ত্র করেছিল।

জাকারিয়া রহমান অবশ্য আদালতে অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।

আদালত তাকে পুলিশের হেফাজতে পাঠিয়ে দিয়েছে। আগামী ২০শে ডিসেম্বর তাকে আবারও উচ্চতর আদালতে হাজির করা হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মেছবির কপিরাইটঃ JACK TAYLOR
ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে

লন্ডনে সন্ত্রাস-বিরোধী পুলিশ গতমাসে এই বাংলাদেশি বংশোদ্ভূত এ যুবককে গ্রেপ্তার করা হলেও আজিই (বুধবার) তার নাম পরিচয় প্রকাশ করা হল।

এ যুবকের বিরুদ্ধে আরো একটি সন্ত্রাসের অভিযোগ দায়ের করা হয়েছে – সে পাকিস্তানী বংশোদ্ভূত এক তরুণকে লিবিয়ায় কট্টর ইসলামপন্থীদের হয়ে যুদ্ধ করতে যেতে সহযোগিতা করছিল। ঐ তরুণকেও একই সাথে আদালতে হাজির করা হয়।

সূত্রঃ বিবিসি

Leave a Reply

You must be logged in to post a comment.

Editor in Chief: Dr. Omar Faruque

Editor: Dr. Morjina Akhter

All contact: 400E Mosholu Parkway South Apt # A23,The Bronx, New York 10458, USA

Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com