সৌদি আরবে আবারও ব্যাপক দমন অভিযান। একাধিক রাজপুত্র, মন্ত্রীসহ বহু গ্রেফতার এবং নৌপ্রধান বরখাস্ত
একরাতেই সৌদি রাজপরিবার জুড়ে ভিন্নমতাবলম্বীদের দমন অভিযানে নতুন মাত্রা। দুর্নীতির অভিযোগে আরব রাজপরিবারের ১১ জন রাজপুত্রকে আটক করা হল৷ বরখাস্ত করা হয়েছে ।
যুবরাজ সালমান ন্যাশনাল গার্ড মন্ত্রী প্রিন্স মিতেব বিন আব্দুল্লাহকে এবং নেভি কমান্ডার এডমিরাল আব্দুল্লাহ বিন সুলতান বিন মোহাম্মদ আল সুলতানকে বরখাস্ত করেছেন বলে জানিয়েছে এসপিএ।
তবে, তাদের কেন পদচ্যুত করা হয়েছে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন কারণ ব্যাখ্যা করা হয়নি।
এ ঘটনার জেরে আরব দুনিয়াসহ আন্তর্জাতিক মহলে ছড়িয়েছে আলোড়ন৷
সৌদি যুবরাজ তথা দেশটির ভবিষ্যৎ বাদশা মহম্মদ বিন সালমনকে প্রধান করে তৈরি হয়েছে দুর্নীতি দমন কমিটি৷ দায়িত্ব নিয়েই সেই কমিটি রাজপরিবারের অভ্যন্তরেই অভিযান চালায়৷ বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর,
সদ্য গঠিত এই কমিটিই ১১জন রাজপুত্র, চারজন বর্তমান মন্ত্রী এবং প্রায় ডজন খানেক সাবেক মন্ত্রীকে আটক করেছে বলে জানা যাচ্ছে।
আটককৃতদের নাম এবং তাদেরকে আটক করার কারণ সম্পর্কে এখনো কিছুই স্পষ্ট করা হয়নি।
তবে, সৌদি গণমাধ্যম আল-অ্যারাবিয়া জানিয়েছে, ২০০৯ সালে সৌদি আরবে যে বন্যা হয়েছিল এবং ২০১২ সালে মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার যে ঘটনা ঘটেছিল এই বিষয়গুলো নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে।
সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার খবর, ২০০৯ সালে আরবে যে বন্যা হয়েছিল এবং ২০১২ সালে মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার যে ঘটনার পিছনে কী কারণ তারও অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমটি৷
আরবের সরকারি সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানাচ্ছে, যুবরাজ মহম্মদ বিন সলমনকে প্রধান করে যে কমিটি গঠন করা হয়েছে সেখানে যুবরাজ চাইলে যে কাউকে গ্রেফতার করতে পারেন৷ অন্যান্য রাজপুত্রদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেবার ক্ষমতাও দেয়া হয়েছে তাঁকে৷
সম্প্রতি সৌদি আরবে কড়া ইসলামিক আইনে কিছু শিথিলতা দেওয়া হয়েছে৷ আরবের যুবরাজ জানিয়েছেন, এটি একটি সংস্কারমূলক পদক্ষেপ৷ সৌদি মহিলাদের গাড়ি চালানোর বিষয়টি এই ক্ষেত্রে অন্যতম৷ ধর্মীয় আইনে চলা সৌদি আরবে মহিলাদের জন্য হরেক বিধিনিষেধ আরোপ করা হয়৷