বিশ্বের সব থেকে খাড়া রেলপথ চালু হল সুইজারল্যান্ডে
বিশ্বের সব থেকে খাড়া রেলপথ চালু হল সুইজারল্যান্ডে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই নতুন রেলপথ।
/http://images.anandabazar.com/polopoly_fs/1.725316.1513504578!/image/image.jpg_gen/derivatives/landscape_1035/image.jpg)
প্রায় ৫.২৬ কোটি মার্কিন ডলার খরচ করে তৈরি হয়েছে এই রেলপথ।
/http://images.anandabazar.com/polopoly_fs/1.725314.1513504542!/image/image.jpg_gen/derivatives/landscape_1035/image.jpg)
সমুদ্র তল থেকে এই রেলপথের উচ্চতা ১,৩০০ মিটার।
চোঙের মত দেখতে এই ট্রেনে যাত্রার সময় কোন যাত্রী দাঁড়িয়ে থাকতে পারবেন না। আসনে বসেই প্রত্যেক যাত্রীকে পথ অতিক্রম করতে হবে।
রেলপথটি মাটি থেকে ৭৪৩ মিটার উপর দিয়ে যাবে। মোট ১৭৩৮ মিটার পথ অতিক্রম করবে।
/http://images.anandabazar.com/polopoly_fs/1.725306.1513504395!/image/image.jpg_gen/derivatives/landscape_1035/image.jpg)
প্রায় ১৪ বছরের পরিকল্পনায় এই রেলপথ চালু করা হল বলে সরকারি ভাবে জানান হয়েছে। প্রতি সেকেন্ড দশ মিটার পথ অতিক্রম করবে এ অত্যাধুনিক ট্রেন।
সূত্রঃ ভারতীয় সংবাদ সংস্থা।