বিদেশে থাকা সম্পদের হিসাব দিতে হবে ব্রিটিশ নাগরিকদের: ডেডলাইন ঘোষণা
যুক্তরাজ্যে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরাও নতুন এ নিয়মের আওতায় আসবেন যাদের বাংলাদেশসহ যুক্তরাজ্যের বাইরে অন্যত্র সম্পদের মালিকানা রয়েছে।
ব্রিটিশ করদাতাদের মধ্যে যারা দেশের বাইরে ঘর ভাড়া, আয় এক দেশ থেকে অন্য দেশে হস্তান্তর করেন তারা নতুন নিয়মে ট্যাক্স বিলের মুখোমুখি হবেন।
যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল সেক্রেটারি মেল স্ট্রেইড এমপি বলেছেন, ২০১০ সাল থেকে আমরা সরকারি পরিষেবার ব্যয় নির্বাহে ট্যাক্স আদায়ে আরও কার্যকর ব্যবস্থা নিয়েছি।
নতুন নীতিমালায় যারা বিদেশের আয় ও সম্পদের হিসাব দাখিল করবেন না, তাদের বড় জরিমানার মুখোমুখি হতে হবে।