বাস্তবেই ধরা পড়েছে মৎস্য কন্যা
বাস্তবেই ধরা পড়েছে মৎস্য কন্যা। পূর্ব মেদিনিপুরের সামুদ্রিক মৎস্য বন্দরে ঘটেছে এটি। ভাবতেই অবাক লাগে এই পানির তলায়ও মানুষরূপী কোন প্রাণী বাস করে। মৎস কুমারী বা মৎসকন্যা নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে।
অর্ধেক মানুষ আর অর্ধেক মাছের বর্ণনাটি বিশ্বের নানা প্রান্তের রূপকথায় স্থান পেয়েছে। তবে কল্পনার এমন চরিত্র এবার মনে হয় বাস্তবেই ধরা দিল।
একাধিক মানুষ নানা সময়ে এমন মৎস মানব কিংবা মৎস কুমারী দেখেছেন বলে দাবি করেছেন। আধুনিককালে ক্যামেরাবন্দিও করেছেন কেউ কেউ। তবে পৃথিবীতে সত্যিই মৎস মানবের অস্তিত্ব মিলল ভারতের ভাইজাগের বিশাখাপত্নমের উপকূলে পাওয়া এক প্রাণীর মধ্যে।
বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও ছবিতে এবং স্বল্প সময়ের এক ভিডিওতে দেখা গেছে অদ্ভুত এ প্রণীর অদ্ভুত শারীরিক গড়ন। মৎস মানব বা মৎস কন্যার দেহের অর্ধেক অংশ থাকে মানুষের মতো আর নিচের অর্ধেক থাকে মাছের মতো।
তবে এ প্রণীটির মাথা ছিল সম্পূর্ণ মাছের মতো। তবে গলা থেকে দেহের বাকি অর্ধেক ছিল হুবহু মানুষের মতো। তার হাত দুটি পেছনে বাঁধা ছিল। ভিডিওতে দেখা গেছে প্রণীটি তখনও জীবিত ছিল।
তবে এটি ঠিক কোন ধরনের প্রাণী বা এটির নাম কি তা কেউ এখন পর্যন্ত জানতে পারে নি। প্রাণীটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য বন্দর কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে মৎসকন্যা নিয়ে একটি ভিডিও বিতর্কের জন্ম দিয়েছিল। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগরে এমনই এক মৎস কুমারীর দেখা পাওয়ার দাবি ওঠে। তখন সমুদ্রের তীরে দাঁড়িয়ে কেউ কেউ ভিডিও ক্যামেরায় তা ধারণও করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হতেও দেরি হয়নি।