বাস্তবতা: এভাবে কিন্তু কোটা বাতিলের ঘোষনাও দেয়া হয়েছিল!
ড. তুহিন মালিক
আজকের খবর- ‘ঘাতক জাবালে নূর বাসের রুট পারমিট বাতিলের ঘোষণা দেয়া হয়েছে।’
বাস্তবতা:- এভাবে কিন্তু কোটা বাতিলের ঘোষনাও দেয়া হয়েছিলো!
আজকের খবর- ‘ওবায়দুল কাদের বলেছেন, আগামী সপ্তাহে প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইন অনুমোদনে মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। আগামী দুই মাসের মধ্যে আইনটি সংসদে পাস হবে।’
বাস্তবতা:- এভাবে কিন্তু একদিন কোটা বাতিলের কমিটিও গঠন করা হয়েছিল! আর সংসদে দাড়িয়েই কিন্তু কোটা বাতিলের ঘোষনা দেয়া হয়েছিল!
আজকের খবর- ‘ছাত্রদের ঘরে ফিরে যেতে বলেছেন তোফায়েল আহমেদ।’
বাস্তবতা:- কোটা আন্দোলনকারী ছাত্রদেরও ঘরে ফিরে যাবার আহবান জানানোর পর তাদের কেউ এখন জেলে, কেউ রিমান্ডে, কেউ ঘরছাড়া, কেউ হলছাড়া, আর কেউ লাশ হয়ে পানিতে ভেসে উঠছে!
সতর্কতা:- ধোঁকাবাজরা আবারও ঠেলায় পড়ে সবকিছু মানার প্রতিশ্রুতি দিচ্ছে। শতভাগ নিশ্চিত, কালকে থেকেই তারা বলা শুরু করবে, ‘এই ছাত্ররা রাজাকারের বাচ্চা।’ তাদের প্রতিশ্রুতি যদি সত্যিই হতো, তাহলে শাহজাহান খানরা পদত্যাগ করছেনা কেন? এভাবে যথারীতি কালকে আরেকটি নতুন ইস্যুর নীচে চাপা পড়ে যাবে সবকিছু। আর আমরা উপভোগ করতে থাকবো পিচাশের সেই চিরচেনা অট্টহাসি!