বর্তমান বিশ্বে পরিচয়হীন মানুষের সংখ্যা একশ কোটির ওপর।
নিউইয়র্ক থেকে ড. ওমর ফারুক। তারিখঃ ২২ অক্টোবর ২০১৭।
বর্তমান বিশ্বে পরিচয়হীন মানুষের সংখ্যা একশ কোটির ওপর। তারা কোন দেশের নাগরিক হিসেবে পরিচয় দেবার মত কাগজপত্র নেই। হ্যাঁ বিশ্বের মোট জনসংখ্যা ৭৩০ কোটিতে পৌঁছেছে বলে বুধবার প্রকাশিত জাতিসংঘের বিশ্ব জনসংখ্যা সমীক্ষা-২০১৫-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই ৭৩০ কোটি জনসংখ্যার এক উল্লেখযোগ্য অংশ জনগোষ্ঠী আছে, যাদের কোনরকম পরিচয় নেই৷ সেই জনগোষ্ঠী কোন দেশের আদমশুমারীতেই নেই’এর দলে অন্তর্ভুক্ত। আর সেই ‘নেই’ মানুষের সংখ্যা শুনে বিশ্বের বিবেকবান মানুষেরা হয়ত আঁতকে উঠবে। এখন ১০০ কোটিরও ওপর মানুষের কোন ভূখন্ডগত নাগরিকত্বের পরিচয় নেই৷ সেরকম তথ্যই জানাল জাতির্ংঘ রিপোর্টে এবার। গোটা বিশ্বে সরকারি খাতায় কোন নাম নেই, এমন অসহায় মানুষের অস্তিস্ত্ব মূলত আফ্রিকা ও এশিয়ায় বেশি৷
তাদের কোন নাগিরিকত্বের পরিচয় পত্র নেই৷ ফলে নিজেদের অস্তিত্ব প্রমাণ করারও কোনও ব্যবস্থা নেই এ অসহায় উদ্বাস্তু জনগোষ্ঠী’র। তাই তারা যাবতীয় সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন৷ পাচ্ছেন না শিক্ষা বা স্বাস্থ্য সুবিধা। তাদের জন্য দেশেরও কোনও দায় নেই, দায় নেই সমাজেরও৷ ফলে এদের মধ্যে বাড়ছে অসামাজিক কাজকর্মের প্রবণতা৷ এমনই সতর্কবার্তা দিলেন এবার জাতিসংঘ৷ নামপরিচয়হীন এসব মানুষগুলোর সংখ্যা ক্রমশ বাড়ছে। কারণ এদের নবজাতকদেরও কোনও জন্মনথিভুক্তিকরণ হচ্ছে না৷সশস্ত্র সংঘর্ষ, মহামারি, দারিদ্র্যের সঙ্গে যুঝে এরা বেঁচে আছে নিত্যদিন৷
সমীক্ষা অনুয়াযী, সবচেয়ে বেশি লোক মোট জনসংখ্যার ৬০ শতাংশ (৪৪০ কোটি) এশিয়ায়, আফ্রিকায় ১৬ শতাংশ (১২০ কোটি), ইউরোপে ১০ শতাংশ (৭৩ দশমিক ৮ কোটি), লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানে ৯ শতাংশ (৬৩ দশমিক ৪ কোটি), উত্তর আমেরিকায় ৫ শতাংশ (৩৫ দশমিক ৮ কোটি) এবং ওশেনিয়ায় বাকি ৩ দশমিক ৯ কোটি মানুষ বাস করে।
সমীক্ষায় বলা হয়, জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের বাংলাদেশের অবস্থান আটে। মোট জনসংখ্যার মধ্যে প্রায় ৮ কোটি ১২ লাখ ৭৭ হাজার নারী আর পুরুষ ৭ কোটি ৯৭ লাখ ১৯ হাজার। নারী-পুরুষের গড় ১০২: ১০০। জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৭৮।
সমীক্ষায় আরো বলা হয়েছে, ২০২২ সালের পরও ভারতের জনসংখ্যা বাড়তে থাকবে এবং ২০৩০ সালের মধ্যে তা ১৫০ কোটিতে পৌঁছে যাবে আর ২০৫০ সালের মধ্যে তা ১৭০ কোটিতে দাঁড়াবে।
অপরদিকে ২০৩০ সাল পর্যন্ত চীনের জনসংখ্যা কমবেশি প্রায় একই থাকবে আর তারপর থেকে কমতে থাকবে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, আগামী দশকগুলোতে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি প্রধানত নয়টি দেশকে কেন্দ্র করেই ঘটবে। এই দেশগুলো হলো- ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ডেমক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, তাঞ্জানিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া ও উগান্ডা।
তবে সমীক্ষা আশঙ্কা করা হয়, এ হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে অনুন্নত ও উন্নয়নশীল দেশে (বাংলাদেশসহ) উন্নয়ন কার্যক্রম মুখ থুবড়ে পড়বে।
[সোস্যাল পোস্ট অবলম্বনে]
[tps://www.socialpost.news/national/una-report-india-cross-china-population-2024/