বরগুনায় এসি-ল্যান্ডের স্ত্রী সেই অদিতিকে কুপিয়ে জখম
বরগুনার বেতাগী উপজেলার সহকারী কমিশনার (ভূমি/এসি-ল্যান্ড) রামানন্দ পালের বাসায় ঢুকে তার স্ত্রী অদিতি বড়ালকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অদিতি বড়ালকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বেতাগী সরকারি কলেজের সামনে মানছুরা ভিলায় এ ঘটনা ঘটে।
অদিতি বড়াল বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কালিদাস বড়াল ও নারী সংসদ সদস্য হ্যাপি বড়ালের কন্যা। কিছুদিন আগে বেতাগী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালের সঙ্গে বিয়ের পর বেতাগীতে আসেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, বেতাগী পৌর শহরের কলেজ রোড এলাকার মানছুরা ভিলার দ্বিতীয়তলায় বসবাস করেন সহকারী কমিশনার (ভূমি) ও তার স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাসায় কেউ নক করলে দরজা খোলেন অদিতি পাল।
এসময় অপরিচিত এক ব্যক্তি ছুরি দিয়ে অতর্কিত তার উপর হামলা চালায় । এতে তার পেটের বামপাশে গুরুতর জখম হয়। এসময় তিনি নিজেকে রক্ষার জন্য আত্মচিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল বলেন, গত বছরের ১৬ ডিসেম্বর তার পিত্রালয় বাগেরহাটের চিতলমারীর বাসায় ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে কুপিয়ে তাকে গুরতর জখম করে। ধারণা করা হচ্ছে- পূর্ব শত্রুতার জের ধরে বাগেরহাট থেকে কোনো সন্ত্রাসী এসে এ ঘটনা ঘটাতে পারে।
ঘটনার পরপরই বরগুনার জেলা প্রশাসক মোখলেছুর রহমান, বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন বাচ্চু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার বিজয় বসাক বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় আইনগত সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িতদের গ্রেফতারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।