ফাঁকা বাড়িতে ভাইঝি’র শ্লীলতাহানি কাকার।
নারী’র রক্ষক কে? কাকা তো পিতৃসম। রক্ষক কাকাই শেষাবধি শ্লীলতাহানি ঘটাল মেয়েটির। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার রানীগঞ্জে। বাবা মাকে হারিয়ে কাকা বাবুর ওপরই সবচেয়ে বেশি ভরসা করেছিল। সুযোগ বুঝে সে-ই হয়ে উঠল ভক্ষক। অনাথ ভাইঝি’র শ্লীলতাহানি করার অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। অভিযুক্ত কাকাকে গ্রেফতার করেছে পুলিশ।

বছরখানেক আগে বাবা-মাকে হারিয়েছিল নির্যাতিতা কিশোরীটি। তারপর থেকে রানীগঞ্জের চাঁপুই গ্রামে কাকার বাড়িতেই থাকত ওই কিশোরী। বাড়িতে ছিলেন কাকার স্ত্রী ও এক ছেলে। দিন কয়েক হল, চাকরির পরীক্ষা দিতে বিহারে গেছে কাকার ছেলে। খুড়তুতো ভাইয়ের সঙ্গেই বিহারে গেছে ওই কিশোরীর কাকিমাও।
অভিযোগ, সেই সুযোগে ফাঁকা বাড়িতে ওই কিশোরীর শ্লীলতাহানি করে কাকা। শারীরিক নির্যাতন চালানো হয় ওই কিশোরীর উপর। ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত কাকা।