পড়ি আমাদের প্রভুর নামে।
মূল পোস্টঃ উম্মে হালিমা।।
ড. ওমর ফারুক কর্তৃক সম্পাদিত, পরিবর্দ্ধিত ও পরিমার্জিত।।
এ পোস্টটি আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি। পড়ি আমাদের প্রভুর নামে। যিনি আমাদের সৃষ্টি করেছেন। আমাদের রক্ষণাবেক্ষণ করছেন। তিনিই এ সারা বিশ্বব্রম্মান্ড এবং এর মধ্যে সমগ্র সৃষ্টি জগতকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করছেন।
সলাত আদায় করতে বলেছেন তিনি। সলাতের ওপর মহান স্রষ্টা অনেক গুরুত্ব দিয়েছেন। একটু সে সলাত নিয়ে একটু চিন্তা করি।
সলাত ফরয হয়েছে ৭ বছর বয়সে।।
৭ বছর বাদ দিলে থাকে ২৪ বছর ।
দৈনিক ৫ ওয়াক্ত সলাত হিসেবে ১ বছরে দাঁড়ায় (৩৬৫ * ৫) = ১৮২৫ ওয়াক্ত ।
২৪ বছরে হয় (১৮২৫ * ২৪) = ৪৩,৮০০ ওয়াক্ত ।
১ ওয়াক্ত সলাত কাযা করলে ৮০ হোগবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে ।
১ হোগবা = ৭০ বছর হলে, ৮০ হোগবা = (৭০ * ৮০) = ৫৬০০ বছর ।
যেখানে ১ ওয়াক্ত সলাত কাযা হলে ৫৬০০ বছর জাহান্নাম খাটতে হবে 
সেখানে, জীবনে কত হাজার ওয়াক্ত সলাত কাযা হয়েছে তার হিসেব নেই 
আমি কিছু ভেবে পাচ্ছিনা 
সামান্য সূর্যের তাপই সহ্য করতে পারি না, এতগুলো বছর জাহান্নামের আগুনে জ্বলব কিভাবে ??? 
ইয়া আল্লাহ ! জীবনের সকল কাযা সলাতগুলো মাফ করে দিন।