প্রচণ্ড ভূমিকম্পে ধ্বসে গেল নগর।। নিহত শতাধিক।।আরও মৃত্যুর খবর আসছে।।

November 13, 2017 2:45 am0 commentsViews: 71

হঠাৎ করেই যেন  কেঁপে উঠল মধ্যপ্রাচ্য৷ প্রচণ্ড ভূমিকম্পে ইরাক-ইরান সীমান্ত এলাকা যেন মৃত্যুপুরী৷ বিবিসি, এফএপি, আলজাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, অন্তত ১২৯ জনের মৃত্যু হয়েছে৷ আরও মৃত্যুর আশঙ্কা রয়েছে৷

স্থানীয় সময়, ১৩ নভেম্বর, সোমবার, প্রাতঃকালীন সময়ে ৭.৩ মাত্রার কম্পনে কেঁপে ওঠে ইরাক ও ইরানের উত্তরাঞ্চল সীমান্ত৷ কম্পনের তীব্রতা কাতার পর্যন্ত অনুভূত হয়েছে৷ স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, ভূমিকম্প যেখানে হয়েছে সেই এলাকা কুর্দিদের নিয়ন্ত্রণে৷

ইরানের সংবাদ সংস্থা ইরনা জানাচ্ছে, কম্পনের জেরে প্রবল ক্ষতিগ্রস্ত দেশের সারপোল এ জাহাব শহরটি৷ ইরাকের সীমান্ত লাগোয়া এই শহরেই বহু মানুষের মৃত্যু হয়েছে৷ অন্যদিকে সীমান্তের ওপারে ইরাকের শহরগুলিও বেশ ক্ষতিগ্রস্ত৷ সেখানেও অনেকের মৃত্যু হয়েছে৷

সকালে কম্পন অনুভব হতেই বাগদাদ ও তেহরানের প্রধান মসজিদ থেকে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়৷ মানুষজন ভয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন৷ কম্পন থামতেই  পরিস্থিতির ভয়াবহতা টের পাওয়া গেল ৷  ‍সংবাদ মাধ্যমে খবর আছে, উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় শুরু হয়েছে যেন মৃত্যুমিছিল৷

 

Leave a Reply

You must be logged in to post a comment.

Editor in Chief: Dr. Omar Faruque

Editor: Dr. Morjina Akhter

All contact: 400E Mosholu Parkway South Apt # A23,The Bronx, New York 10458, USA

Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com