প্যারিসের একটি রেস্তোরাঁঃ খেতে গেলে নগ্ন হয়েই প্রবেশ করতে হয়।।
অশ্লীলতা আর নগ্নতার জন্য বিশ্ব জুড়ে প্যারিসের নাম রয়েছে। সারা বছরই বিভিন্ন দেশ থেকে বহু পর্যটক আসেন এ শহরে। মাস দুয়েক আগেই নগ্ন পার্ক খুলে সাড়া ফেলে দিয়েছিল ফ্রান্সের রাজধানী এ শহরটি। তবে, এবার রেস্তোরাঁয় খাওয়ার একটাই শর্ত। হতে হবে নগ্ন।
O’Naturel নামে একটি রেস্তোরাঁ খোলা হয়েছে প্যারিসে। খাবার খাওয়ার আগে নগ্ন হয়ে তবেই খেতে বসতে হবে সেখানে। প্রাকৃতিক রেস্তোরাঁর আখ্যা দেওয়া হচ্ছে এটিকে। ইতোমধ্যেই ওই রেস্তোরাঁর ফেসবুক পেজে ছবি আপলোড করা হয়েছে। এর আগে ‘বইস দে ভিনসেন্স’ নামে একটি পার্ক খোলা হয়েছে, যা সম্পূর্ণভাবে নগ্ন হয়ে ঘোরার জন্য।
একসঙ্গে ৪০ জন বসে খেতে পারেন এ রেস্তোরাঁয়। খাবারের দাম শুরু ২০০০ টাকা থেকে। কেউ যখন রেস্তোরাঁয় ঢুকবে জামাকাপড় খুলে রেখে দিতে হবে ওয়াড্রোবে। তবে রেস্তোরাঁর ভিতরে থাকা কাউকেই দেখতে পাবেন না বাইরের লোকজন। নতুন এই কনসেপ্ট ভালোভাবেই গ্রহণ করেছেন স্থানীয় মানুষ।
এর আগে নগ্ন হয়ে খাওয়ার এমন রেস্তোরাঁ আর দেখা যায়নি। স্পেনের টেনেরিফ দ্বীপপুঞ্জের একটি রেস্তোরাঁয় নগ্ন শরীরের উপর খাবার পরিবেশন করা হয়।
ডেইলি নিউজ, নিউইয়র্ক এর সৌজন্যে।
http://www.nydailynews.com/life-style/nude-restaurant-called-o-naturel-open-paris-article-1.3617566