পূর্ব জেরুজালেমে তুর্কি দূতাবাস খুলতে চান তাইয়্যেব এরদোয়ান
নিউইয়র্ক থেকে ড. ওমর ফারুক। স্থানীয় সময়ঃ ১৭ ডিসেম্বর ২০১৭ দুপুর বারটা।।
তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেব এরদোয়ান পূর্ব জেরুজালেমে একটি তুর্কি দূতাবাস খুলতে চান বলে জানিয়েছেন। এমন একটি খবর পরিবেশন করল দি গার্ডিয়ান। গার্ডিয়ানের অনলাইন সংস্করণে প্রায় এক ঘণ্টা আগে এমনই খবর দিয়ে বলা হয় যে, জেরুজালেমকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দিয়ে সেখানে মার্কিন দূতাবাস সরিয়ে নেবার কথা বলার পর এ কথা বললেন মি. এরদোয়ান। ।
পূর্ব জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে দেওয়ার ট্রাম্পের সে সিদ্ধান্তের কড়া সমালোচনা ও নিন্দা করেছিলেন জনাব তাইয়্যেব এরদোয়ান। অন্যান্য দেশ থেকেও এর নিন্দা করা হয়।
প্রসঙ্গক্রমে বলে রাখি, ইসরাইল বর্তমানে জেরুজালেম শহরের পুরোটাই নিয়ন্ত্রণ করে এবং একে তারা ইসরাইলের অবিভাজ্য রাজধানী হিসেবে গণ্য করে। মি. এরোয়ান কি ভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না এবং তুরস্ক সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে এখনও কোন বিস্তারিত কিছু বলা হয় নি। তবে জেরুজালেমে ইতোমধ্যেই তুরস্কের একটি কনস্যুলেট রয়েছে। সে বিষয়টির কথাও উদ্বৃত করেন মুসলিম বিশ্বের সিপাহ সালার বলে ইতোমধ্যে সুপরিচিত প্রেসিডেন্ট এরদোয়ান।
গত সপ্তাহে মুসলিম দেশগুলোর সমন্বয়ে গঠিত ‘ওআইসি’ এর একটি শীর্ষ বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান হয় যেন তারা পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। আরও বিস্তারিত জানতেঃ
https://www.theguardian.com/world/2017/dec/17/turkey-hopes-open-embassy-east-jerusalem-erdogan