পুলিশ-রাজনীতিবিদ-ব্যবসায়ীরা মিলে কিশোরীকে ধর্ষণ
দুই পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও রিয়েল এস্টেট ব্যবসায়ীর বিরুদ্ধে টানা এক বছর ধরে গণধর্ষণের অভিযোগ এনেছে ভারতের ঝাড়খণ্ডের এক কিশোরী। শুধু তাই নয়, সমাজের উচ্চপদস্থ এইসব ব্যক্তিরা তাকে জোর করে দেহ ব্যবসাতেও নামায় বলে অভিযোগ করেছে মেয়েটি।
মঙ্গলবার রাঁচিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসের অনুষ্ঠান ‘সিধি বাত’-এ এসে নিজের কথা জানায় সে।
ঝাড়খণ্ডের মানবাধিকার কমিশনের প্রধান মনোজ মিশ্রের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন রঘুবর দাস। এক মাসের মধ্যে তাকে তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
গত ১৩ মার্চ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ এনে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে হাইকোর্টে আবেদন জানান ওই কিশোরীর মা। এই ১৬ জনকে মেয়েটি পুলিশ সুপারের সামনে সনাক্ত করে। অভিযুক্তদের মধ্যে আছে এমজিএম পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ ইমদাদ আনসারি এবং পতমদার ডিএসপি অজয় কেরকেট্টা।
পুলিশ অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে বলে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান মনোজ মিশ্র। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জামশেদপুরের পুলিশ সুপার অনুপ বীরথারে।
সূত্র: এই সময়