পুরানো ছবি’টি বিক্রি হল মাত্র ৪৫০ কোটি ডলারে।
অর্থ সে আর এমন কি? আমার মত এরকম মানুষদের কাছে সেটি হয়ত একটু কষ্টসাধ্য উপার্জন। কারও কাছে সেটি হল, কথায় যে বলেঃ ‘টাকা হল হাতের ময়লা।’ ৫০০ বছরের পুরনো একটা ছবি গত কাল মানে বুধবার রাতে নিলামে উঠল নিউইয়র্ক শহরে! নিলাম হাঁকার পারই ঝড়ের বেগে দাম উঠতেই লাগল। শেষ ১৯ মিনিটে যা ঘটল, তা আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে ইতিহাস গড়ল!
নিলাম সংস্থা ‘ক্রিস্টিজ’ লিওনার্দো দা ভিঞ্চি-র ছবি ‘সালভাতোর মুন্ডি’ (বিশ্বের ত্রাতা) নামে ছবিটা নিলামে তুলেছিল। কাল রাতে নিউ ইয়র্কে সেটি বিক্রি হল ৪৫০ কোটি ডলারে! এই প্রথম কোনও শিল্পকর্ম এমন রেকর্ড দামে বিক্রি হল। এর আগে ২০১৫ সালের মে মাসে পিকাসোর আঁকা ‘ওমেন অব অ্যালজিয়ার্স’ নামে ছবিটি নিলাম হয়েছিল ১৭.৯৪ কোটি ডলারে। গত কাল সেই রেকর্ড ভেঙে গেল।
ক্রিস্টিজ-এর তরফে জানানো হয়েছে, নিলাম ঘর ছিল ভিড়ে ঠাসা। ছবিটির দাম চড়ছিল। তবে শেষ ১৯ মিনিট ছিল টানটান উত্তেজনার। ফোনে তখন চার জন আর ঘরে উপস্থিত এক জন দর হেঁকে চলেছেন। লাফিয়ে লাফিয়ে বাড়ছিল ছবিটির দর। শেষে ক্রেতা আরও বাড়িয়ে দর হাঁকলেন। হাততালিতে ফেটে পড়ল গোটা ঘর। তৈরি হল ইতিহাস! তবে এখনও পর্যন্ত ওই ছবিটির ক্রেতার নাম জানায়নি নিলাম সংস্থা।
সূত্রের খবর, ‘সালভাতোর মুন্ডি’ নামে ছবিটি ভিঞ্চি এঁকেছিলেন ১৫০৫ সালের কিছু পরে। রেকর্ড গড়া ওই ছবিটি যিশু খ্রিস্টের। ছবিতে তিনি এক হাত তুলে রয়েছেন এবং তাঁর অন্য হাতে রয়েছে একটি কাঁচের গোলক।
তবে এই ছবিটি ঘিরে বহুদিন ধরেই বিতর্ক রয়েছে। ১৯৫৮ সালে ছবিটি লন্ডনে নিলাম হয়েছিল। তখন অনেকেই দাবি করেছিলেন যে, ছবিটি ভিঞ্চি-র নিজের আঁকা হয়। বরং সেটি তাঁরই কোনও শিষ্যের আঁকা।