পুরনো যুগে গর্ভপাতের জন্য ব্যবহৃত দশটি অমানবিক পদ্ধতি,।।

February 4, 2018 9:58 am0 commentsViews: 28
পুরনো যুগে গর্ভপাতের জন্য ব্যবহার করা হত এই ১০ টি অমানবিক পদ্ধতি, ফলে মহিলাদের অসহ্য ব্যথা ভোগ করতে হয়…

পুরনো যুগে গর্ভপাতের জন্য- খুব ভাগ্যক্রমে আমরা পশু থেকে মানুষ হয়েছি। আর মানুষ হওয়ার পরেই আমরা আমাদের দুঃখ কষ্টের ব্যাপারে বুঝতে শিখেছি। এমনও সময় ছিল যখন এক মানুষ অপর এক মানুষকে পশু ভাবতো।

তখন কোন মহিলার গর্ভপাতও যদি করানো হত, মানুষ পশুত্বের মতন আচরণ করতো। আমরা যদি সেই সমস্ত জিনিস নিজের চোখে দেখি তাহলে আমাদের আত্মা কেঁপে উঠবে। সব জিনিসই অমানবীক ভাবে আচরণ করা হত।

আমরা এর আগে পুরনো যুগে কিভাবে অমানবীয় ভাবে শাস্তি দেওয়া হতো সে বিষয়ে পড়েছি কিন্তু আজকে আমরা পরবো কিভাবে পুরনো যুগে অমানবীয়ভাবে গর্ভপাত করানো হতো।

ওই সময় এই সমস্ত অমানবীয় জিনিস জন্য ব্যবহার করা হতো কারণ সেই সময় কনডম বা গর্ভপাতের ওষুধ ব্যবহার করা কে অপরাধ মনে করা হতো। তাই তখন যদি কোন মহিলা আকস্মিক সন্তান সম্ভবা হয়ে ওঠে তাহলে তার গর্ভপাত করানোর জন্য এই সমস্ত অমানবীয় উপায় ব্যবহার করা হতো।

তাহলে দেরি কিসের। আসুন জানি সে সমস্ত অমানবীয় উপায়গুলি।

লাল মরিচ – 

পুরনো যুগে গর্ভপাতের জন্য ব্যবহার করা হত এই ১০ টি অমানবিক পদ্ধতি, ফলে মহিলাদের অসহ্য ব্যথা ভোগ করতে হয়…
Cayenne Pepper পৃথিবীর সবথেকে ঝাল মরিচ আপনি যদি এই লঙ্কার সামান্য পরিমাণ স্বাদ গ্রহণ করেন তাহলে এই মরিচ এর ঝাল ভাব দীর্ঘকালীন সময় আপনার জীভেই রয়ে থাকবে। সেই সময় গর্ভপাতের জন্য এই মরিচই ব্যবহার করা হতো ।

সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া –

পুরনো যুগে গর্ভপাতের জন্য ব্যবহার করা হত এই ১০ টি অমানবিক পদ্ধতি, ফলে মহিলাদের অসহ্য ব্যথা ভোগ করতে হয়…
সেই সময় গর্ভবতী মহিলাদের সিঁড়ি থেকে বহুবার ঠেলে ফেলে দেয়া হতো। আর এই কারণে বহু মহিলা সে সময় নিজের প্রাণ পর্যন্ত হারিয়েছে।

পেটে আঘাত করা –

পুরনো যুগে গর্ভপাতের জন্য ব্যবহার করা হত এই ১০ টি অমানবিক পদ্ধতি, ফলে মহিলাদের অসহ্য ব্যথা ভোগ করতে হয়…
সেই সময়ে গর্ভপাত করার জন্য গর্ভবতী মহিলার পেটে লাঠি বা অন্য কোন জিনিস দিয়ে বহুবার আঘাত করা হতো। আর এ কারণে মহিলার খুবই ব্যথা পেত।

তারপিন তেল –

পুরনো যুগে গর্ভপাতের জন্য ব্যবহার করা হত এই ১০ টি অমানবিক পদ্ধতি, ফলে মহিলাদের অসহ্য ব্যথা ভোগ করতে হয়…
সেই সময়ে তারপিন তেল গর্ভবতী মহিলাকে খাওয়ানো হতো। এর ফলে গর্ভবতী মহিলারা প্রায় সময় অসুস্থ হয়ে পড়তেন।

জোঁক এর ব্যবহার –

পুরনো যুগে গর্ভপাতের জন্য ব্যবহার করা হত এই ১০ টি অমানবিক পদ্ধতি, ফলে মহিলাদের অসহ্য ব্যথা ভোগ করতে হয়…
সেই সময় গর্ভবতী মহিলাদের যোনির ভেতর জোঁক ছেড়ে দেওয়া হত। এটি সব থেকে কষ্টদায়ক এবং নির্মম প্রথা ছিল।

আফিম খাওয়ানো –

পুরনো যুগে গর্ভপাতের জন্য ব্যবহার করা হত এই ১০ টি অমানবিক পদ্ধতি, ফলে মহিলাদের অসহ্য ব্যথা ভোগ করতে হয়…
আফিম, যেটা নেশা এবং ওষুধ বানানোর সময় ব্যবহার করা হয়, সেই সময়ে গর্ভপাত করানোর জন্য মহিলাদের আফিম খাওয়ানো হতো।

Ergot খাওয়ানো –

পুরনো যুগে গর্ভপাতের জন্য ব্যবহার করা হত এই ১০ টি অমানবিক পদ্ধতি, ফলে মহিলাদের অসহ্য ব্যথা ভোগ করতে হয়…
Ergot একপ্রকার ফাঙ্গাস। যেটি গমের মধ্যে পাওয়া যায়। সেই সময়ে গর্ভপাত করার জন্য গর্ভবতী মহিলাকে এই ফাঙ্গাস খাওয়ানো হতো। যার ফলে বহু মহিলার মৃত্যু পর্যন্ত হয়েছে।

Tansy তেল –

পুরনো যুগে গর্ভপাতের জন্য ব্যবহার করা হত এই ১০ টি অমানবিক পদ্ধতি, ফলে মহিলাদের অসহ্য ব্যথা ভোগ করতে হয়…
Tansy তেল একপ্রকার গাছের তেল। সেই সময়ে গর্ভপাত করানোর জন্য এই তেল ব্যবহার করা হতো। সেই সময় মহিলাদের এই তেল খাওয়ানো হতো। যার কারনে মহিলাদের ভিতরকার শরীর আস্তে আস্তে পচে যেতো।

ফুটন্ত গরম জলে স্নান করানো –

পুরনো যুগে গর্ভপাতের জন্য ব্যবহার করা হত এই ১০ টি অমানবিক পদ্ধতি, ফলে মহিলাদের অসহ্য ব্যথা ভোগ করতে হয়…
সেই সময় গর্ভবতী মহিলার পেটে অবস্থিত বাচ্চাকে মারার জন্য ফুটন্ত টকবক গরম জলে মহিলাদের স্নান করানো হতো। যার ফলে মহিলাদের গায়ের চামড়া পুড়ে যেত।

ওয়াশিং পাউডার খাওয়ানো হতো –

পুরনো যুগে গর্ভপাতের জন্য ব্যবহার করা হত এই ১০ টি অমানবিক পদ্ধতি, ফলে মহিলাদের অসহ্য ব্যথা ভোগ করতে হয়…
সেই সময় মহিলাদের গর্ভপাত করানোর জন্যও ওয়াশিং পাউডারও খাইয়ে দেওয়া হত।

তাহলে আজ দেখলেন যে পুরনো যুগে কত অন্ধবিশ্বাসকে মানা হতো এবং মহিলাদের উপর কিভাবে অত্যাচার করা হতো শুধুমাত্র গর্ভপাতের নাম করে।

আপনারা কেউই ভুল করে এটির মধ্যে একটিও নিজের জীবনে ব্যবহার করে দেখবেন না। কারণ এটি পুরোপুরি অন্ধবিশ্বাস এবং যা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক

Leave a Reply

You must be logged in to post a comment.

Editor in Chief: Dr. Omar Faruque

Editor: Dr. Morjina Akhter

All contact: 400E Mosholu Parkway South Apt # A23,The Bronx, New York 10458, USA

Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com