পাঠ্যবইয়ে যখন গালিগালাজ!
ছাত্ররা আন্দোলনে যেসব অপ্রীতিকর শব্দাবলী ব্যবহার করছে, আমি মোটেই সেটার পক্ষে নই। কিন্তু, তাদের এসব শব্দাবলী নিয়ে দেখলাম সুশীল সমাজের লোকগুলোর ব্যাপক আপত্তি। এই অশ্লীল শব্দগুলোর জন্যই নাকি তারা এই আন্দোলনকে সামনে থেকে সমর্থন করতে পারছেন না। বিদেশের বন্ধুদের কাছে বড় গলায় বলতে পারছেন না এই ঐতিহাসিক আন্দোলনের কথা।
সুশীল সমাজের এসব কথাবার্তা শুনে ব্যাপক হাসলাম। ডিয়ার সুশীলস, ছাত্রদের এই অশ্লীল স্লোগান নিয়ে আপত্তি তুলছেন, কিন্তু ছাত্রদের যে পাঠ্যবইয়ে অশ্লীল গালিগালাজ শিখিয়ে বড় করছেন, তখন আপনাদের আঁতে লাগে না?
মাধ্যমিকে সৈয়দ ওয়ালী উল্লাহর ‘লালসালু’ গল্পে যেভাবে গালিগালাজ দেওয়া, এগুলা পড়ে যে ছাত্ররা বড় হয়, তাদের মুখ দিয়ে কি গোলাপের গন্ধ বেরুবে?
ছাত্রদের আন্দোলনের দু চারটে অপ্রীতিকর শব্দ আপনাদের মানসম্মান জলে দিচ্ছে বুঝলাম, পাঠ্যবইয়ে থাকা গালিগালাজের বেলায় আপনাদের চেতনা জলে যায় না?
(সাহাদাত হোসাইন এর ফেসবুক থেকে নেয়া)
উৎসঃ আমাদের সময়