পম্পেও ইমরান খান ফোনালাপঃ ইসলামাবাদের প্রত্যাখ্যান
যুক্তরাষ্ট্র পাকিস্তানে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে কাজ করবে। দেশটির পক্ষ থেকে এমন বিবৃতি প্রকাশের পর সমালোচনা শুরু হয় পাকিস্তানে। এদিকে, বিবৃতিটি প্রকাশের পরই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা সংশোধনের আহ্বান জানানো হয়।
সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রি শাহ মাহমুদ কোরেশি বলেন, যুক্তরাষ্ট্রের বিবৃতি অনুযায়ী পাকিস্তানে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, যদিও ফোনালাপের সময় কোন ভাবেই এ প্রসঙ্গে কোন কথা হয় নি।
তবে কোন ধরনের সংশোধনের বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির মুখপাত্র জানান. ইমরান খানের সাথে ফোনালাপের বিবৃতিটি কোন ভাবেই সংশোধন করা হবেনা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বরাবরই পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের তালিবান গোষ্ঠীদের সহায়তা করার কথা বলে আসলেও বিষয়টি দেশটি সব সময়ই অস্বীকার করে আসছে।