নোবেল বিজয়ীকে হিজাব বিদ্বেষী এক মূর্খের অবান্তর প্রশ্ন।। তাজ্জ্বব তাওয়াক্কল কারমান।। তাজ্জব সকলই।।
আজকে অংশ নিলেন ঢাকার মানুষের সাথে মুক্ত আলোচনায়। যেসব বিষয়ে কথা হয়েছে তাতে রোহিঙ্গাদের প্রসঙ্গ খুব কমই এসেছে। তবুও তাদের এই সফর গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ আলোচনাও।
আলোচনা প্রসঙ্গে দুইটা কথা।
তাওয়াক্কলকে কেউ একজন প্রশ্ন করেছিলেন আরব স্প্রিঙের পরে ইয়েমেন, লিবিয়া, মিশর, সিরিয়া এসব দেশ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। আরব স্প্রিঙের বিপরীতে এই চিত্র দাড় করালে আপনি সফলতার দাবি কতটা করতে পারেন? উত্তরে তাওয়াক্কল বললেন, এটা সত্য এসব দেশ এখন রণক্ষেত্র। তবে আমরা একটা চেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। ইয়েমেন, সিরিয়া বা লিবিয়া কোনটারই অবস্থা ভাল নয়। অন্যদিকে তিউনিসে সফলতা অনেক বেশি।
এসব প্রতিটা দেশ ত্রিশ চল্লিশ বছর ধরে স্বৈর শাসকদের দখলে ছিল। তাই পরিবর্তন খুব দ্রুত আসবে না। এটা আশা করা ঠিক না যে এত বছর স্বৈর শাসকদের দখলে থাকার পরেও এক দুই বছরে আমরা সব পরিবর্তন করে ফেলতে পারব। ঠিক একই কথা আমাদের এখন খুব করে ভাবতে হবে। জগতে কোন অটোক্রেটিক রেজিমই জনগণের জন্য মঙ্গলজনক হয় নাই। প্রতিটা অটোক্রেটিক রেজিমকে সরাতে জনগণকে অনেক অনেক বেশি ত্যাগ করতে হয়েছে। রক্তপাত ঘটাতে হয়েছে। আমাদের এখন একটা অটোক্রেটিক রেজিম চলতেছে। এটারও ত্রিশ চল্লিশ বছর টিকে থাকার বাসনা আছে। যত সময় যাবে তত কঠিন হবে এই রেজিমকে সরাতে। তাওয়াক্কলদের অভিজ্ঞতা থেকে আমাদের অন্তত এইটুকু শিখতে হবে।
অন্য একজন অতি উৎসাহী আইনজীবী তাওয়াক্কলকে প্রশ্ন করলেন, আপনি নেকাব ছাইড়া হিজাব ধরছেন, হিজাব ছাড়বেন কবে? বাংলাদেশে হিজাব বিদ্বেষ কতটা গভীরে যে একজন সফররত বিদেশি নোবেলজয়ী নারীকেও আমরা নিজ দেশে বসে এভাবে প্রশ্ন করতে পারি।