নির্বাচনে বিএনপি জিতলে ওই রাতেই কয়েক লাখ মানুষ খুন হবেঃ কাদের সিদ্দিকী
জোড়াতালি দিয়ে পদ্মা সেতু তৈরি করা হচ্ছে- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা মন্তব্যের সমালোচনা করে গত ৮ আগস্ট ২০১৮, বুধবার বিকেলে সখীপুরে একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের এ আমলে পদ্মা সেতু নির্মাণ করতে পারবে না দাবি করে ছাত্রদলের এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেছিলেন, এখন পদ্মা সেতুর স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু পদ্মা সেতু এই আওয়ামী লীগের আমলে হবে না। জোড়াতালি দিয়ে বানানো সেই সেতুতে কেউ উঠবেন না।
আওয়ামী লীগ সরকারের ভাল কাজের মধ্যে একটি হচ্ছে পদ্মা সেতু নির্মাণ উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ কিছু ভাল কাজও করেছে, তার মধ্যে একটা হচ্ছে পদ্মা সেতু নির্মাণ।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, নির্বাচনে বিএনপি জিতলে ওই রাতেই কয়েক লাখ মানুষ খুন হবে।
সূত্রঃ বাংলার দর্পণ