নিঝুম রাতের কবিতা।। ড. ওমর ফারুক।।
এখানে তো রাত নিঝুম
চোখে নেই কোন ঘুম।
শুধু বিছানায়
এপাশ ওপাশ করাই তো হায়।
তাই জেগে থাকি
বসে বসে ল্যাপটপে আঙ্গুল ঠুকি।
ভোর না হতেই তো নিত্যদিনের রুটিনে
নিরন্তর ছুট চলা নিউইয়র্কের ব্যস্ত জীবনে।
কাজ নেই তো-
বাসা ভাড়া নেই
পরিবারে খাদ্য নেই।
সন্তানের স্কুল খরচ নেই।
নেই, নেই কত কিছু নেই।
এ জীবন শুধু নেই, নেই, নেই এর মেলা
এভাবেই এক সময় সাঙ্গ হবে জীবনের সকল খেলা।