‘নিজেকে ভ্যাজাইনা উপহার দিয়েছি’, র্যাম্পে দাঁড়িয়ে বললেন রূপান্তরকামী মডেল
October 28, 2017
সম্প্রতি নতুন করে শিরোনামে এসেছেন মডেল গৌরী অরোরা। পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়ে আগেই আলোচিত হয়েছেন তিনি। তবে কেউ বোধ হয় ভাবেনি যে শুধু নারীত্ব পাওয়াই নয়, বিকিনি পরে আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্পে হেঁটে যাবেন গৌরী। সেই দৃশ্যই দেখা গেল কিছুদিন আগে। এমটিভি ‘ইন্ডিয়ার নেক্সট টপ মডেল’ শো’তে বিচারকদের সামনে বিকিনি পরে হেঁটে এলেন তিনি। যে নাকি কিছু আগেই গৌরব নামে পুরুষ হিসেবে অংশ নিয়েছিলেন চ্যানেলেরই আর এক শো ‘স্প্লিটসভিলা’তে।
বিচারকের আসনে ছিলেন মালাইকার অরোরা, মিলিন্দ সোমান, ডাব্বু রতনানির মত বিশিষ্ট ব্যক্তিত্বরা। আর সেখানে নিজের সম্পর্কে বলতে গিয়ে গৌরী বললেন, ‘নারী হওয়া একটা ঈশ্বরপ্রদত্ত উপহার। আমি নিজেকে একটা ‘ভ্যাজাইনা’ উপহার দিয়েছি। তিন বছর আগে আমি একজন পুরুষ মডেল ছিলাম। ম্যাগাজিনের কভারেও জায়গা করে নিয়েছিলাম। আমার এইট প্যাক অ্যাবস ছিল, ১৬ ইঞ্চি বাইসেপ। খুবই ফিট মডেল ছিলাম আমি। আজও আমি নার্ভাস। কারণ, আমার কাঁধ চওড়া। তবে প্রত্যেকদিন আমি একজন নারী হয়ে উঠছি। ‘
পরে গৌরী আরও বলেন, ছোট থেকে এক অদ্ভুত অনুভূতি ছিল তাঁর। তবে কাউকে বলতে পারেননি। তবে তাঁর বাবা-মা বরাবরই তাঁর পাশে থেকেছেন। তিনি বিকিনি পরতে পারবেন কিনা প্রশ্ন করা হলে গৌরী বলেন, ‘আমার বয়ফ্রেন্ড আর আমার বাবা আমাকে বিকিনি পরতে বারণ করেছেন কারণ মহিলা হিসেবে এটাই আমার প্রথম শো আর সবাই।
ছিলেন গৌরব, হয়েছেন গৌরী। নতুন রূপে নতুন করে জীবন শুরু করেছেন স্প্লিটসভিলার অষ্টম মৌসুমের প্রতিযোগী গৌরব অরোরা। লিঙ্গ পরিবর্তন করিয়ে যিনি এখন গৌরী অরোরা।
আর গৌরী এবার শামিল হতে হয়েছেন ভারতের সেরা মডেল হওয়ার দৌড়ে। নারী শরীর নিয়ে টেলিভিশনের জগতে এভাবেই কামব্যাক করতে চলেছেন তিনি। ‘হ্যান্ডসাম হাঙ্ক’ হয়েই স্প্লিটসভিলায় প্রবেশ করেছিলেন গৌরব। কিন্তু সেখানে গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করেন তিনি। বুঝতে পারেন আদতে তার মধ্যে নারীসত্তা প্রবল। বুঝতে পারেন, নারী হয়েই বাকি জীবনটা কাটাতে চান তিনি। মাঝপথেই শো ছেড়ে দেন গৌরব। লিঙ্গ পরিবর্তন করে হয়ে ওঠেন গৌরী। নিজের নতুন সত্তা নিয়ে দারুণ খুশি তিনি। অনেকে এখন তাকে এড়িয়ে চলে বটে, তবে নতুন অনেক বন্ধুও জুটেছে তার, যারা খোলা মনে আপন করে নিয়েছেন গৌরীকে, প্রতি পদক্ষেপে যোগাচ্ছে সাহস। সেই সাহসের জোরেই এবার ভারতের সেরা মডেল হওয়ার দৌড়ে শামিল হয়েছেন গৌরী। নাম লিখিয়েছেন ‘ইন্ডিয়া’স নেক্সট টপ মডেল রিয়্যালিটি শো’-এ। বিচারকদের সামনে বিকিনি পরেও হাঁটতে হয়েছে তাকে। প্রথমে একটু কুণ্ঠা বোধ হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেন নিজেকে মুক্ত মনে হয়েছে গৌরীর। এখন তার একটাই লক্ষ্য— এই প্রতিযোগিতার শিরোপা দিয়েই তিনি শুরু করতে চান নতুন জীবন।
ভাববে আমি এই শো’-এর জন্যই লিঙ্গ পরিবর্তন করেছি। ‘।