নিউইয়র্কে জিন্নাহ কন্যা দিনা ওয়াদিয়া’র ইন্তিকাল।
নিউইয়র্ক থেকে ড. ওমর ফারুক সম্পাদিতঃ তারিখঃ ৩ নভেম্বর ২০১৭।।
পাকিস্তানের কয়েদ-ই-আজম মহম্মদ আলি জিন্নার কন্যা দিনা ওয়াদিয়া গত বৃহস্পতিবার, ২ নভেম্বর, নিউইয়র্কে ইন্তেকাল করলেন। [ নিশ্চয়ই মুসলমান, ইহুদি, খ্রিষ্টান ও সাবেয়ীদের মধ্যে যারাই আল্লাহ ও মহাবিচার দিবসে বিশ্বাস করে এবং সৎকর্ম করে, তাদের সবার জন্যেই প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছেঃ সুরা বাকারা]
পাকিস্তান প্রতিষ্ঠাতা কায়েদে আযম মোহাম্মদ আলী জিন্নাহ বিয়ে করেছিলেন পার্সি পরিবারের মেয়ে রতনবাইকে। কিন্তু কিছুদিন পর তাঁরা আলাদা হয়ে যান। দু’জন আলাদা হয়ে যাবার কিছুদিন পরই রতনবাঈ মারা যান। মেয়ে দিনা ওয়াদিয়া তাই বাবার কাছেই মানুষ। ১৯১৯ সালের ১৪ অাগস্ট মধ্যরাত পেরিয়ে অর্থাৎ ১৫ই তাঁর জন্ম হয়েছিল। পরে ১৪ অাগস্টই পাকিস্তানের স্বাধীনতা দিবস হয়ে দাঁড়ায়, ১৫ আগস্ট হয় ভারতের। তত দিনে অবশ্য বাবার সঙ্গে বেশ কিছুটা দূরত্ব হয়ে গিয়েছে মেয়ের। কারণ দিনাও বিয়ে করেছিলেন পার্সি পরিবারে, সেটা জিন্নাহ মন থেকে মানতে পারেন নি। জিন্নাহর শেষকৃত্য অনুষ্ঠানের দিনই দিনা প্রথমবার পাকিস্তানে গিয়েছিলেন।
মুম্বাইয়ের শিল্পপতি নেভিল ওয়াদিয়াকে বিয়ে করেছিলেন দিনা। নুসলি ওয়াদিয়া এবং ডায়না ওয়াদিয়া তাঁরই সন্তান। তবে দিনা’রও নেভিলের সঙ্গে বিয়েটা দীর্ঘস্থায়ী হয় নি। দিনা বহু বছর নিউইয়র্কেই থাকতেন। তবে শেষের দিকে তাঁর ইচ্ছে ছিল মুম্বইয়ের আসার। মুম্বইয়ে জিন্নাহর যে বাড়িটা কিছু উগ্র হিন্দুবাদী দল থেকে সম্প্রতি ভেঙে ফেলার দাবি ওঠে, সেই বাড়িতেই জন্মেছিলেন দিনা। সেজন্য সে বাড়িটি দিনা’র জন্য বহু স্মৃতি বিজড়িত। তাঁর দাবিও ছিল, বাড়িটা আইনত তাঁরই প্রাপ্য। এ নিয়ে মামলাও চলছিল। কিন্তু সে মামলায় তার আর ফলাফল দেখার সময় হয় নি। এই ক্ষণস্থায়ী িজীবন ছেঢ়ে তাঁকেও চলে যেতে হল পরকালীন জীবনে।
[সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত নিউজ অবলম্বনে ]