নতুন জুতায় পায়ে ফোসকা পড়লে করণীয়।
নতুন জুতায় পায়ে ফোসকা- অফিসে বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাওয়ার সময় নতুন একজোড়া জুতায় পড়লে কার না ভালো লাগে? কিন্তু সব ভালোরই একটা খারাপ দিকও যে থাকে, সেটা ভুক্তভোগী মাত্রেই জানেন৷
নতুন জুতা পরার খানিকক্ষণের মধ্যেই পায়ে অস্বস্তিকর খচখচানি, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেটা বেড়ে ব্যথায় পরিণত হওয়া আর দিনের শেষে বেশ বড়োসড়ো একখানি ফোসকার মুখোমুখি কমবেশি আমরা সবাই-ই হয়েছি কখনও না কখনও৷
কিন্তু আগামীদিনে যাতে আর তা না হয়, সেই চেষ্টাটা করতে হবে তো! তাই হাতের কাছে রাখুন কিছু কার্যকর ঘরোয়া উপাদান৷
*নারকেল তেলঃ নারকেল তেল ত্বক ময়েশ্চরাইজ় করে এবং জ্বালাভাব কমাতেও তা দারুণ কার্যকর৷ নতুন জুতোয় যদি আপনি খানিকটা নারকেল তেল লাগিয়ে রাখেন পরার আগের রাতে, তা হলে জুতোর চামড়াও নরম হয়ে যাবে৷
যাঁদের বাড়ির আশেপাশে কোথাও নারকেলগাছ আছে, তাঁরা পারলে একটি সবুজ নারকেলপাতা জোগাড় করুন, পুরোটা চাই না, দু’-একটা সবুজ স্ট্রিপ হলেই হবে৷ কাঁচা পাতাটা পুড়িয়ে নিন গ্যাসে৷
এবার ছাইটা গুঁড়ো করে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে একটা পরিষ্কার কৌটোয় ভরে ফ্রিজে রেখে দিন৷ এই মিশ্রণ লাগালে নাকি পায়ে কড়াও পড়ে না, ফোসকাও পড়ে না!
*মধুঃ মধুতে জ্বালাভাব কমে, তাড়াতাড়ি ক্ষত সারে, দাগও মিলিয়ে যায় দ্রুত৷ মধুর সঙ্গে তিলের তেল মিশিয়েও লাগাতে পারেন ফোসকার উপর৷ শুকিয়ে গেলে ধুয়ে নেবেন ঘরের তাপমাত্রায় থাকা জলে৷ তবে ত্বক খুব স্পর্শকাতর হলে মধুতে রিঅ্যাকশন হতে পারে, তাই সতর্ক থাকবেন৷
*চালের গুঁড়োঃ ফোসকা শুকিয়ে যাওয়ার পরও অনেকদিন দাগ থেকে যায়, তার মূল কারণ মৃত কোষ৷ যথাযথ এক্সফোলিয়েশন হলে ফোসকা সারেও তাড়াতাড়ি, দাগও মিলিয়ে যায়৷
চালের গুঁড়ো আর জল গুলে মোটা মিশ্রণ বানিয়ে নিন৷ ফোসকা যেখানে পড়েছে সেখানে লাগিয়ে শুকোতে দিন৷ তার পর জলে ধুয়ে নিতে হবে৷ পা মুছে ভালো করে ময়েশ্চরাইজ়ার লাগাতে ভুলবেন না৷
*অ্যালো ভেরাঃ ফোসকা পড়ার পর যে জ্বালা ও ব্যথাভাব থাকে, সেটা কমাতে দারুণ কার্যকর হয়ে উঠতে পারে অ্যালো ভেরা জেল৷ অনেক সময় ফোসকা ফেটেও যায়, সেক্ষেত্রেও অ্যালো ভেরার অ্যান্টি মাইক্রোবায়াল প্রপার্টি কাজে আসবে৷ সরাসরি পাতার নির্যাস লাগাতে পারেন, বাজারচলতি অ্যালো ভেরা জেল ব্যবহার করলেও ভালোই ফল পাবেন৷
*পেট্রোলিয়াম জেলিঃ নতুন জুতো পরার আগের দিন সারা রাত তার ভিতরে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন৷ জুতো নরম হয়ে যাবে, ফোসকা পড়ার আশঙ্কাও কমবে৷ আর যদি একান্ত পড়েই যায়, তা হলেও নিয়মিত পেট্রোলিয়াম জেলি লাগাতে থাকুন, পায়ের ত্বক আর্দ্র থাকলে ফোসকা সারবে তাড়াতাড়ি৷