দুঃসময়ের কবিতা।।
।।ড. ওমর ফারুক।।
আমাদের দেশের রাষ্ট্র পরিচালনায় যারা,
যেমন করেই তাকাই, দেখি-
ভাবলেশহীন কতগুলো ভিনদেশি মানুষেরই প্রতিচ্ছবি।
প্রতিদিন তারা প্রত্যন্ত অঞ্চলে নাগরিক আর বিরোধী মতাবলম্বীদের
লাশ নিয়ে উল্লাস করে।
তারা মানুষগুলো বেশ অভিনেতা ও অভিনেত্রী,
নাট্যকার স্বয়্ং বসে আছে সম্রাজ্ঞীর আসন পেতে।
তিনি সারাক্ষণ বসে বসে সাজান গল্প, নাটক;
অভিনেতা বানান যখন যাকে ইচ্ছে তাকেই,
মাঝে মাঝে তিনি নিজের চোখে কিঞ্চিত গ্লিসারিন মেখে
অভিনয় করেন কী নির্দিধায়!
তিনি শুধু একজন বজ্রকঠিন স্বভাবের অত্যাচারী শাসকই নন,
নাটক, গল্প, গান এবং কখনও কখনও কবিতাও রচনাতে সিদ্ধহস্ত,
তাঁর আশেপাশের মানুষগুলোও তারই রচিত নাটকে অভিনয়ে ভীষণ
পাকা হয়েে উঠেছে এতদিনে।
তিনি জীবনে কখনও কথা রাখেন না। শুধু-
অবলীলায় জনগণের কাছে বলে যান মিথ্যাচার।
তাঁর অভিনয়ের কোন কমতি তো নেই, যেমন-
মাঝে মাঝে তিনি পাকা রাঁধুনি সেজে মানুষকে প্রলোভিতও করেন।
জনগণ এখন এসব দেখে দেখে ক্লান্ত-অবসন্ন,
দুর্ভোগ বাড়ে জনজীবনে। কিন্তু-
দুর্ভোগের নেকাব খুলে কোন আশার আলোই যে আসে না।
শুধু অন্ধকার, শুধুই অন্ধকার।
স্থানঃ নিউইয়র্ক ।। রচনাকালঃ ৫ মার্চ ২০১৮।।