নিজের দেহে পাইপ বোমা বেঁধে সেটি ফাটানোর উদ্দেশ্য ছিল তার। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে একটি পাইপ বোমা ফেটে জখম হয় ওই জঙ্গি। ভেস্তে যায় বড় হামলার ছক। আহত হন ওই সময় আশপাশে থাকা তিন জন। পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেফতার করে ২৭ বছরের  আকায়েদকে। তাকে জেরা করে জানা গিয়েছে, বর্তমান ব্রুকলিনের বাসিন্দা আকায়েদ সাত বছর আগে পারিবারিক এফ-৪৩ মার্কিন ভিসায় বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছিল। এ ধরনের ভিসায় আমেরিকার কোন নাগরিকের ভাই বা বোনের ছেলেমেয়েকে অন্য কোনও দেশ থেকে আমেরিকায় আসার অনুমতি দেওয়া হয়।

https://www.usatoday.com/story/news/politics/2017/12/11/trump-team-immigration-restrictions-needed-after-new-york-city-incident/941692001/