ট্রাম্প মেয়ে দেখতে চেয়েছিলেন মোদীর জন্য

মোদীর কথা বলার ভঙ্গি নকল করেছিলেন ক’দিন আগেই। এ বার মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট বলছে, ভারতের প্রধানমন্ত্রীর জন্য ঘটকালি করার কথাও একবার বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প!
ওই রিপোর্টে বিভিন্ন সময় ট্রাম্প মুখ ফস্কে কী কী বলেছেন, তার একটা লম্বা তালিকা আছে। মোদীর জন্য মেয়ে দেখার প্রসঙ্গও সেখানেই এসেছে। গত বছর মোদীর মার্কিন সফরের ঠিক আগেই ঘটনাটা ঘটেছিল বলে রিপোর্টে প্রকাশ।
ট্রাম্পের ভূগোল-জ্ঞান সম্পর্কেও নানা টুকরো আখ্যান প্রকাশিত হয়েছে রিপোর্টে। মোদীর সফরের আগেই সে বার ট্রাম্প দক্ষিণ এশিয়ার মানচিত্রটা ভাল করে দেখছিলেন। রিপোর্ট অনুযায়ী, তিনি ভুটানকে বলছিলেন ‘বাটন’, নেপালকে ‘নিপ্ল’! ওই নাম প্রকাশে অনিচ্ছুক আধিকারিকরা জানিয়েছেন সংবাদমাধ্যমে, ট্রাম্পের ধারণা ছিল, নেপাল-ভুটানও ভারতেরই অংশ!