টুইটার প্রদানে ওস্তাদ ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট হঠাৎ উধাও! অবশেষে উদ্ধার।
[নিউইয়র্ক থেকে ড. ওমর ফারুক সম্পাদিত]
টুইটার প্রদানে ওস্তাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।। তাঁর উপদেষ্টারা কত করে যে বলেন, কোনকিছু না ভেবেই এত টুইটার দিতে যাবেন না। কে কার কথা শুনে। কিছু মনে উঠলেই টুইটারে একটা পোস্ট ছাড়েন। সে নিয়ে তার বিপত্তিও মাঝে মাঝে কম যায় নি। কিন্তু এবার যা ঘটল, হঠাৎ টুইটার বাজার এই টুইটার অ্যাকাউন্টই হঠাৎ উধাও! অবশেষে যদিও ১১ মিনিট পর উদ্ধার হয়েছে।।
গত বৃহস্পতিবার, ২ নভেম্বর, সন্ধ্যায় ট্রাম্পের ফলোয়াররা দেখেন, তাঁর অফিসিয়াল অ্যাকাউন্ট @realDonaldTrump ডিঅ্যাক্টিভেটেভ হয়ে গিয়েছে।
যে ব্যক্তি টুইটে এত বেশি সক্রিয়, তা থেকে হঠাৎ তাঁর উধাও হয়ে যাওয়ায় শোরগোল পড়ে যায়। জানা গেল, নিজে থেকে তাঁর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেন নি ট্রাম্প।
টুইটারের পক্ষ থেকে বিষয়টি জন্য দুঃখপ্রকাশ করে জানানো হয়, তাদেরই সংস্থার এক কর্মীর ভুলে এমন কাণ্ড ঘটেছে। যদিও পরে সেটা আবার অ্যাক্টিভেট হয়ে যায়। সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়, কেন এমন হল, তা তদন্ত করে দেখা হবে। পাশাপাশি, যাতে ভবিষ্যতে এমন ভুল না হয়, সেটাও দেখার প্রতিশ্রুতি দিয়েছে তারা।
স্থানীয় সময়, বৃহস্পতিবার, ২ নভেম্বর সন্ধ্যায় প্রায় ১১ মিনিটের মত ‘হারিয়ে’ টুইট জীবন থেকে হারিয়ে গিয়েছিলেন ট্রাম্প। গ্রাহকরা যখনই ট্রাম্পের টুইটার পেজে ঢুকতে যান, তখনই ‘স্যরি, দ্যাট পেজ ডাজ নট এক্সিস্ট’ বলে একটি মেসেজ দেখাচ্ছিল। বিষয়টি টুইটার কর্তৃপক্ষের নজরে আনেন গ্রাহকরা। অভিযোগ পেয়েই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন টুইটার কর্তৃপক্ষ।
যদিও ট্রাম্পের হোয়াইট হাউসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট @POTUS, এ ঘটনার জন্য কোন ভাবে প্রভাবিত হয় নি। আশ্চর্যজনক বিষয় হল, ট্রাম্প নিজেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেন নি।