টাকার বিনিময়ে মানুষ খুনের চুক্তিতে পুলিশ’
বিচারিক দায়িত্ব পালন করা নয়, পুলিশ জড়িয়ে পড়ছে মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কার্যক্রমেও। টাকার বিনিময়ে ক্রসফায়ারে মানুষ খুনের চুক্তিতেও জড়িয়েছে তারা। কোথাও তারা নিজেরা অপরাধী, কোথাও অপরাধীকে ছেড়ে দিচ্ছে, কোথাও বা অপরাধের সময় উপস্থিত থেকেও ভূমিকা নিচ্ছে না।
তবে সরকারি দলের অপরাধ চোখ বুজে এড়িয়ে যাওয়া এবং সরকারবিরোধী যেকোনো কিছুকে রাষ্ট্রবিরোধী, বেআইনি প্রতিপন্ন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ একটু বাড়াবাড়ি রকমের সোচ্চার। ফলে বিভিন্ন মহল থেকে পুলিশের দলীয়করণের অভিযোগটা বেশ শক্তভাবেই উঠেছে।
পুলিশের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ হেফাজতে নির্যাতনের। এ বিষয়ে আদালতের যেসব নির্দেশনা ছিল, তার মধ্যে ১৬৪ ধারার বিষয়ে সুস্পষ্টভাবেই বলা হয়েছিল যে সরকারের হেফাজতে থাকার সময় কারও ওপর নির্যাতন করা যাবে না। নবম সংসদের একেবারে শেষ সময়ে পাস করা ‘আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নির্যাতন ও মৃত্যু (নিবারণ) বিল, ২০১৩’তেও সুস্পষ্টভাবেই সরকারের হেফাজতে থাকা অবস্থায় কারও ওপর নির্যাতন চালানোকে অপরাধ বলে বর্ণনা করা হয় এবং এর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির বিধান রাখা হয়েছে।
উৎসঃ আস