টাইটানিক যাত্রীর শেষ চিঠি বিক্রি হল কোটি টাকায়
October 22, 2017
‘সব ঠিকঠাক থাকলে বুধবারই নিউ ইয়র্ক পৌঁছে যাব’’৷ মাকে লেখা এটাই ছিল আলেকজান্ডার অসকার হোলভারসনের শেষ চিঠি৷ শনিবার সেই চিঠিটি উঠল নিলামে৷ বিক্রি হল রেকর্ড মূল্যে৷ নিলামে চিঠিটির সবোর্চ্চ দর উঠেছে ১২৬,০০০ পাউন্ড৷ ভারতীয় মূল্যে এক কোটি ৮ লক্ষ টাকা৷
ভাবছেন কে এই আলেকজান্ডার অসকার হোলভারসন? কি তার পরিচয়? কি আছে সেই চিঠিটিতে যা বিক্রি হল এক কোটি টাকায়? এই সব প্রশ্নের উত্তর দিতে গেলে ফিরে যেতে হবে ১০৫ বছর আগে৷
১০ই এপ্রিল ১৯১২ সাল৷ প্রথম যাত্রা শুরু করে টাইটানিক৷ এই জাহাজের প্রথম শ্রেণির যাত্রী ছিলেন আলেকজান্ডার৷ স্ত্রী মেরি অ্যালিসকে সঙ্গী করে টাইটানিকে করে পাড়ি দিয়েছিলেন নিউ ইয়র্কে৷ আতলান্টিক মহাসাগরে টাইটানিকের তলিয়ে যাওয়ার ঠিক একদিন আগে চিঠিটি লেখা৷
চিঠিটিতে টাইটানিকে পরিবেশিত খাবার ও মিউজিকের উচ্ছসিত প্রশংসা করেছেন আলেকজান্ডার৷ টাইটানিকের অন্দরসজ্জা তাকে এতটাই মুগ্ধ করেছিল যে তাকে প্রাসাদ জাহাজ বলে উল্লেখ করেছেন৷ চিঠিটিতে তিনি লিখেছেন, ‘সব ঠিকঠাক থাকলে বুধবারের মধ্যে নিউ ইয়র্ক পৌঁছে যাবেন৷’
কিন্তু বুধবার ফেরা হলো না তার৷ ১৪ই এপ্রিল দৈত্যকার হিমবাহের সঙ্গে ধাক্কায় আতলান্টিক মহাসাগরে তলিয়ে যায় আলেকজান্ডারের স্বপ্নের জাহাজ৷ ১৫০০ যাত্রী মারা যান৷ তাদের একজন ছিল আলেকজান্ডার৷ যে গুটিকয়েক যাত্রী মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তাদের অন্যতম ছিলেন আলেকজান্ডারের স্ত্রী মেরি৷
চিঠিটি এতটিন হোলভারসন পরিবারের কাছেই ছিল৷ সম্প্রতি চিঠিটি নিলামের জন্য হেনরি অলড্রিজ এন্ড সন্সের হাতে তুলে দেন৷ তারাই চিঠিটি নিলামে তোলে৷
সূত্রঃকোলকাতা২৪