জাফর ইকবাল হত্যাচেষ্টা: তারেক জিয়ার মেয়ে জাইমা’কে গ্রেপ্তার দাবি

March 6, 2018 5:06 pm0 commentsViews: 35

জাফর ইকবাল হত্যাচেষ্টা: তারেক জিয়ার মেয়ে জাইমা’কে গ্রেপ্তার দাবি

জাফর ইকবাল হত্যাচেষ্টা- হত্যার উদ্দেশে অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের জৈষ্ঠ্য কন্যা জাইমা রহমান ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামাকে গ্রেপ্তারের দাবি’ জানিয়েছে বাংলাদেশ বামফ্রন্ট।

মঙ্গলবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

হামলাকারী ও এ ঘটনার নেপথ্য নায়কদের বিচারের দাবি জানিয়ে বাংলাদেশ বামফ্রন্টের (মার্কসবাদী) চেয়ারম্যান ডা. এমএ সামাদ বলেন, ‘স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তচিন্তার অগ্রসৈনিক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়।

ডা. হুমায়ুন আজাদ, ব্লগার রাজীবসহ একের পর এক হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। স্বাধীনতা বিরোধীরা পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করার মিশন চালিয়ে যাচ্ছে। এটা আজ প্রমাণিত।’

তিনি বলেন, ‘ড. জাফর ইকবালের ওপর হামলার পর মেজর আখতারুজ্জামান তার ফেসবুকে লিখেছেন যেমন কর্ম করেছেন, তেমন ফল পেয়েছেন। তিনি এ হামলাকে সঠিক কর্ম বলে উল্লেখ করেছেন।

এতে হামলাকারীরা আরো উৎসাহিত হবে। হামলার দুই ঘণ্টার মধ্যে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ফেসবুকে এ হামলা সমর্থন করে পোস্ট দিয়েছেন। এতে প্রমাণিত হয় দেশবিরোধী বিএনপি-জামায়াত সুপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।’

তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তচিন্তার অধিকারী, শিক্ষক-বুদ্ধিজীবী ও নিরীহ জনতা আতঙ্কগ্রস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছে।

ড. জাফর ইকবালের ওপর হামলা, মেজর (অব.) আখতারুজ্জামানের বক্তব্য ও তারেক জিয়ার কন্যা জাইমা রহমানের বক্তব্য একই সূত্রে গাঁথা। তাই অবিলম্বে আখতারুজ্জামান ও জাইমা রহমানসহ নেপথ্য নায়কদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানাচ্ছি।’

ডা. এমএ সামাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জয় বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, ওলামা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মাওলানা তাজুল ইসলাম, জাসদের কার্যনির্বাহী সদস্য মো. সেলিম আকন্দ, নারী নেত্রী প্রথমা প্রমুখ।
নতুনসময়.কম

Leave a Reply

You must be logged in to post a comment.

Editor in Chief: Dr. Omar Faruque

Editor: Dr. Morjina Akhter

All contact: 400E Mosholu Parkway South Apt # A23,The Bronx, New York 10458, USA

Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com