জম্মু-কাশ্মিরে গণঅভ্যুত্থান দমনের কৌশল নিয়ে ভারত ও ইসরাইলী জেনারেলদের আলোচনা।।
ফিলিস্তিনীদের স্বাধীনতা সংগ্রাম দমনের অভিজ্ঞতা সমৃদ্ধ ইসরাইল কাশ্মিরিদের স্বাধীনতা আন্দোলন দমনে ভারতের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এরই অংশ হিসেবে ইসরাইলী সেনাবাহিনীর মেজর জেনারেল ইয়াকুভ বারাক গত বছরের শেষদিকে জম্মুতে ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের সদর দফতর সফর করেছেন। সেখানে তিনি ভারতের সেনা কমান্ডার ও সিনিয়র অফিসারদের সঙ্গে মত বিনিময় করেন। কাশ্মির মিডিয়া সার্ভিস গত ১ নভেম্বর ২০১৭ এই খবর দেয়। ভারতীয় সেনা বাহিনীর মুখপাত্র কর্নেল এন এন জোসি জম্মুতে সাংবাদিকদের জানান যে, জেনারেল বারাক ইসরাইলী সেনাবাহিনীর আরও কয়েকজন সেনা অফিসারসহ জম্মুর উদমপুরে নর্দার্ন কমান্ড সদর দফতর সফর করেছেন। দিল্লীতে নিযুক্ত ইসরাইলী দূতাবাসের প্রতিরক্ষা এট্যাচিও ইসরাইলী জেনারেলের সঙ্গে ছিলেন। ইসরাইলী পদাতিক বাহিনীর এই জেনারেল ভারতের লে. জেনারেল দেবরাজ আনবুর সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ভারত ও ইসরাইল যখন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হিসেবে উল্লেখ করে তা দিয়ে ভারত শাসিত কাশ্মিরে স্বাধীনতাকামীদের দমনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের ব্যবহার করা কৌশলগুলোকে বুঝায়। আলোচনাকালে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন কমান্ডার উপস্থিত ছিলেন। প্রকাশিত খবর উল্লেখ করে কাশ্মিরি গণমাধ্যম জানায়, গাজা ও পশ্চিম তীরে স্বাধীতাকামী কণ্ঠগুলোকে থামিয়ে দিতে ইসরাইলী বাহিনীর নেয়া ব্যবস্থাগুলো সম্পর্কে ইসরাইলী পদাতিক বাহিনীর জেনারেল ভারতীয় সেনা কমান্ডারদের ব্রিফ করেছেন।