জমে বরফ নায়াগ্রা
৪, জানুয়ারি, ২০১৮
/http://images.anandabazar.com/polopoly_fs/1.734576.1515053669!/image/image.jpg_gen/derivatives/landscape_1035/image.jpg)
কোথাও হিমাঙ্কের ৮ ডিগ্রি নীচে তো কোথাও তারও কম। মারাত্মক ঠান্ডার কাঁপছে সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা। ছবি: রয়টার্স।’
/http://images.anandabazar.com/polopoly_fs/1.734575.1515053642!/image/image.jpg_gen/derivatives/landscape_1035/image.jpg)
কানাডার কোথাও তো তাপমাত্রা নেমে গিয়েছে দক্ষিণ মেরুর তাপমাত্রার কাছাকাছি। ছবি: এএফপি।
/http://images.anandabazar.com/polopoly_fs/1.734574.1515053621!/image/image.jpg_gen/derivatives/landscape_1035/image.jpg)
মারাত্মক ঠান্ডায় জমে গিয়েছে নায়াগ্রা জলপ্রপাত। ছবি: এএফপি
/http://images.anandabazar.com/polopoly_fs/1.734572.1515053597!/image/image.jpg_gen/derivatives/landscape_1035/image.jpg)
জমে যাওয়া জলপ্রপাতের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবি: রয়টার্স।
/http://images.anandabazar.com/polopoly_fs/1.734571.1515053569!/image/image.jpg_gen/derivatives/landscape_1035/image.jpg)
তবে এই প্রথম বার নয়। এর আগেও বেশ কয়েক বার জমে গিয়েছে নায়াগ্রা। ছবি: রয়টার্স
/http://images.anandabazar.com/polopoly_fs/1.734570.1515053532!/image/image.jpg_gen/derivatives/landscape_1035/image.jpg)
নায়াগ্রা জলপ্রপাত দিয়ে প্রতি সেকেন্ডে তিন হাজার টন জল বয়ে চলে। মারাত্মক ঠান্ডায় সেই জল পড়ার সঙ্গে সঙ্গে জমে যাচ্ছে। ছবি: রয়টার্স
/http://images.anandabazar.com/polopoly_fs/1.734568.1515053476!/image/image.jpg_gen/derivatives/landscape_1035/image.jpg)
দেশ বিদেশ থেকে মানুষ ভিড় জমিয়েছেন এই প্রাকৃতিক শোভা দেখতে। ছবি: এএফপি
/http://images.anandabazar.com/polopoly_fs/1.734567.1515053439!/image/image.jpg_gen/derivatives/landscape_1035/image.jpg)
শুধু নায়াগ্রা নয়, প্রবল ঠান্ডায় জমে গিয়েছে ফ্লোরিডা, টেক্সাস-সহ আমেরিকার একটা বড় অংশও। ছবি: রয়টার্স।