চীনকে রুখতে তৈরি হচ্ছে ভারতসহ চার দেশের মহাজোট।
নিউইয়র্ক থেকে ড. ওমর ফারুক সম্পাদিত।। তারিখঃ ৭ নভেম্বর ২০১৭।।
চীন এখন আর শুধু পঞ্চ পরাশক্তির একটি হিসেবে স্বীকৃতি নিয়ে সন্তুষ্ট নয়। বর্তমান প্রেসিডেন্ট Xi Jinping এর নেৃতৃত্বে চীন এগিয়েছে অসম্ভব দ্রুততার সাথে। এবার ট্রাম্প এর সফরের সময় Xi Jinping এর পক্ষ থেকে মার্কিন প্রসিডেন্টকে মোটামুটি বলে দেওয়া হয়েছে, চীনকে আর শুধু পাঁচ শক্তির একটি হিসেবে পাইকারি ভাবে স্বীকৃতি নয়। বরং আমেরিকার মতই একই স্তরের পরাশক্তি হিসেবে মেনে নিতে হবে। যেমন রাশিয়ার সাথে বরাবর আমেরিকার আচরণ হয়ে থাকে। আমেকিারও তা স্বীকৃতিতে কোন সমস্যা তেমন নয়। তবে বড় সমস্যা হল, তখন এশিয়া মহাদেশে চীনের একচ্চত্র প্রভাবকে মেনে নিয়েই তা করা প্রয়োজন হয়ে পড়বে। সেক্ষেত্রে এ অঞ্চলে আমেরিকার প্রভাব ক্ষুন্ন হবে এবং ভারত সেটি মেনে নিতে একেবারেই নারাজ। এসব বিবেচনায় এবার চীনের বিরুদ্ধে একজোট হচ্ছে চার শক্তি! প্রায় একদশক পর মহাজোট তৈরি করছে ভারত ও অস্ট্রেলিয়া সঙ্গে জাপান ও আমেরিকা। আর এতেই চিন্তিত হয়ে পড়েছে চীন। বেজিংয়ের তরফে এক বার্তায় বলা হয়েছে, এই চতুর্ভূজ দেশের মিলনের ফলে যেন অন্য কোন তৃতীয় দেশের স্বার্থ ক্ষুন্ন না হয় অথবা তাকে আঘাত করাই যেন মূল লক্ষ হয়ে না পড়ে।
ক্রমশ চীনের প্রভাব বাড়ছে, সেটি ভারত কোন ভাবেই মানতে পারছে না। আমেরিকাও নয়। মূলত তা রুখতেই এই জোট তৈরি হচ্ছে বলে জানালেন ভারতীয় একজন সমর বিশেষজ্ঞ। অবশ্য আমেরিকার নেতৃত্বেই তৈরি হচ্ছে এ জোট। এ মহাজোট তৈরি হলে চীন যে কিছুটা হলেও চাপে পড়বে, তা মনে করছে এসব দেশগুলো। আগামী ১৩ ই নভেম্বর ম্যানিলায় অনুষ্ঠিত হতে চলা পূর্ব এশিয়ায় শীর্ষ সম্মেলন। এশিয়া দেশগুলোতে সফরের উদ্দেশ্যে আগামী রবিবার ওই বৈঠকে ম্যানিলায় উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সেখানেই মহাজোট তৈরি হওয়ার বিষয়ে আলোচনা হতে পারে বলে খবর।
[নিউইয়র্ক টাইম্স এর প্রতিবেদসন অবলম্বনে]