ঘাড়ের পেছনে ১ টুকরো বরফ ধরে রাখার উপকারিতা!
ঘাড়ের পেছনে মাত্র- মাত্র ১ টুকরো বরফ কী-ই বা করতে পারে ? অনেকের কাছে বরফের ক্ষমতা শুধুই পানি ঠাণ্ডা করা বা প্রয়োজনে দেহ শীতল করা । আক্ষরিক অর্থেই আমরা এই সামান্য ১ টুকরো বরফের ক্ষমতা সম্পর্কে একেবারেই জানি না ।
আমাদের ঘাড়ের পেছনে একটি বিশেষ প্রেসার পয়েন্ট আছে । আর সেই বিশেষ পয়েন্টে ১ টুকরো বরফ ধরে রাখার জাদুকরী ক্ষমতা আপনার দেহের নানান সমস্যা দূর করে দিতে পারে নিমেষেই । বিশ্বাস হচ্ছে না ? চলুন তাহলে জেনে নেয়া যাক মাত্র ১ টুকরো বরফের জাদুকরী উপকারিতা সম্পর্কে ।
১) হজম সংক্রান্ত সমস্যা দূর করবে ।
২) ঘুম সংক্রান্ত সমস্যা দূরে রাখবে ।
৩) মানসিক চাপ মুক্ত রাখবে ।
৪) ঠাণ্ডা, সর্দি-কাশি দূরে রাখবে ।
৫) মাথাব্যথা, দাঁতে ব্যথা সহ শারীরিক নানা দীর্ঘমেয়াদী ব্যথা দূর করবে ।
৬) শ্বাস প্রশ্বাসের সমস্যা সমাধান করবে এবং কার্ডিওভ্যস্কুলার সমস্যা দূরে রাখবে ।
৭) থাইরয়েড সমস্যা নিরাময়ে সহায়তা করবে ।
৮) মেয়েদের মাসিকের সমস্যা সমাধান করবে ।
৯) মন মেজাজের তারতম্য দূর করবে ।
পদ্ধতিঃ-
উপরের ছবিটি লক্ষ্য করুন । ঘাড়ের ঠিক মাঝখানের যে পয়েন্টটিতে নির্দেশ করা রয়েছে এই পয়েন্টটিই প্রধান । এই অংশটির নাম ফেং ফু । এই প্রেসার পয়েন্টটিই অনেক ধরণের প্রাচীন চিকিৎসা শাস্ত্রে ব্যবহার হয়ে এসেছে