গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জাতির পিতা শেখ মুজিব এর ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা
মোঃ আশরাফুজ্জামান সরকার গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ আগস্ট উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ,কে,এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, থানা পুলিশ পরিদর্শক (ওসি ভারঃ) মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান সরকার, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা ও সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, নানা পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও পরবর্তী আলোচনা অনুযায়ী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে নানা কর্মসূচী গৃহীত হয়। সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোক ৱ্যালী, বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, সকল মসজিদে বাদ জোহর শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনাসহ বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক প্রামান্য চলচ্চিত্র ও প্রদর্শন করা হবে ৷