কেরল: ঘুষের টাকাসহ সিবিআইয়ের কাছে হাতেনাতে পাকড়াও বিএসএফ কমান্ডেন্ট৷ গরু পাচারকারীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ওই বিএসএফ কর্তাকে গ্রেফতার করা হয়েছে জানিয়েছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)৷ অভিযুক্ত জিবু ডি ম্যাথিউ বিএসএফের ৮৩ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডেন্ট৷ মুর্শিদাবাদে ইন্দো-বাংলাদেশ সীমান্তে কর্মরত কমান্ডেন্ট ম্যাথিউয়ের কাছ থেকে নগদ ৪৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছেন সিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তারা৷ উদ্ধার হওয়া টাকা ঘুষের টাকা বলেই অনুমান করা হচ্ছে৷

সিবিআই জানিয়েছে, কয়েকদিন আগে তাদের কাছে একটি দুর্নীতির অভিযোগ আসে৷ সেই সূত্র মারফত অভিযুক্ত জিবু ডি ম্যাথিউকে আলাপ্পুঝায় শালিমার এক্সপ্রেস থেকে নামার সময় আটক করা হয়৷ সিবিআইয়ের একটি দল ইরাকুলাম জংশন থেকে ম্যাথিউকে অনুসরণ করে৷ কেরলে আলাপ্পুঝায় ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে কমান্ডেন্ট ম্যাথিউকে আটক করেন তাঁরা৷ জিজ্ঞাসাবাদের সময় সিবিআই জানতে পারে, ইন্দো-বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের সাহায্যের পরিবর্তে ম্যাথিউ ওই টাকা ঘুষ হিসাবে পেয়েছিলেন৷ [কোলকাতা২৪]