কোকাকোলা পান নয়, ব্যবহার্য জিনিস পরিষ্কারের কাজে এর জুড়ি নেই।
নিউইয়র্ক থেকে ড. ওমর ফারুক। তারিখঃ ২৮ অক্টোবর ২০১৭।।
নিত্য দিনের ব্যবহার্য জিনিস ধৌতকরণে বা পরিষ্কার করার কাজে কোকাকোলা’র জুড়ি নেই। এটি পান করে ক্ষতিকর জীবানু শরীরে প্রবেশ করার কারণে আপনি হয়ত এটি পান করার অভ্যাস থেকে নিজেকে সযত্নে এড়িয়ে রেখে চলতে পারবেন। কিন্তু দৈনন্দিন ব্যবহার্য জিনিস পরিষ্কার করায় এ তরল দ্রব্যের জুড়ি মেলা ভার। এমনই বলছে হাফিংটন পোস্ট।
চুল ধোয়ার জন্যও আপনি কোকাকোলা ব্যবহার করতে পারবেন। এর আগে অনেকই হয়ত জানেন, এ পানীয় দিয়ে গ্লাস, গাড়ির ভেতরের ময়লা এবং বাথরুমের পরিষ্কারসহ যে কোন ময়লা পরিষ্কার করতে কোকাকোলা একটি ভাল তরল বস্তু। সম্প্রতি কোকাকোল দিয়ে চুল ধোয়ার বিষয়টি জানার পর অনেকই হয়ত জোক করে এখন বলতেই পারবেন, কি কোকাকোলা পান করবে না তোমার মাথায় দেবে? এতে হয়ত আপনার প্রশ্ন শুনে উত্তর প্রত্যাশী ব্যক্তির কাছ থেকে আপনি পেতে পারেন অন্যরকম আশ্চর্য হয়ে যাবার মত মুখের ভাব এবং অভিব্যক্তি।
হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌন্দর্য বিষয়ক ব্লগার এলকো তার ব্লগে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে যে, তিনি কোকাকোলা দিয়ে নিজের চুল ধুয়ে পরিষ্কার করছেন।
সম্প্রতি অর্থাৎ গত শুক্রবার, ২৭ অক্টোবর, যুক্তরাজ্যের কসমোপলিটন ম্যাগাজিনের অনলাইন সংস্করণে প্রকাশিত হওয়ার পর ভিডিওটি আরো জনপ্রিয় হয়ে উঠেছে।
মূলত সুপার মডেল সুকি ওয়াটারহাউসকে দেখে এলকো অনুপ্রাণিত হয়েছেন। সুকি যুক্তরাজ্যের একটি সাপ্তাহিক পত্রিকায় বলেছেন, তিনি মাঝে মাঝে নিজের চুল ধোয়ার জন্য কোমল পানীয় ব্যবহার করে থাকেন এবং এর ফলে তার চুলের পুরো লুকই বদলে যায়।
এ বিষয়ে সুকি বলেন, ‘চুল এতটাই এলোমোলো হয় যেন মনে হয় আমি আমাজান বা অন্য কোথাও থেকে এসেছি।’
সুকির মত এলকোও কোকাকোলা দিয়ে চুল ধুয়ে বেশ সন্তুষ্ট। এলকো বলেন, কোকাকোলা তাঁর চুলকে মজবুত করেছে। ‘আমি অবশ্যই এই কাজটি আবারও করব।’ বললেন এলকো।
কিন্তু শুধু সুকি এবং এলকোই এই কাজটি করেন নি। সেভেনটিন ম্যাগাজিনে গত এপ্রিল মাসে এমনই একটি গবেষণা প্রকাশ করা হয়েছিল। যার ফলাফলে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া ছিল।
কেউ কেউ বলেছেন, কোকাকোলা তাঁদের চুলকে বেশ মজবুত করেছে আবার কেউ বা বলেছেন পদ্ধতিটি তাঁদের পছন্দ হয়েছে, কিন্তু সব সময় তাঁরা চুলে কোকাকোলা ব্যবহার করবেন না। কারণ শ্যাম্পু আর কোকাকোলার মাঝে তাঁরা খুব বেশি পার্থক্য খুঁজে পান নি।
তবে কোকাকোলা চুলের উপকার করে না অপকার করে সেটা ব্যবহারের পরই বুঝতে পারবেন। তাহলে আর দেরি না করে আজই একবার কোকাকোলা দিয়ে চুল ধুয়ে দেখুন তো কী ঘটে?
[হাফিংটন পোস্ট অবলম্বনে]