কোকাকোলা দিয়ে চুল ধুয়ে নিন।

February 20, 2018 7:51 pm0 commentsViews: 62
কোকাকোলা দিয়ে চুল ধুলে কি হয়? জানলে আজই ব্যবহার শুরু করবেন…

কোকাকোলা শুধু যে একটি পানীয় তা নয়। এ  দিয়ে চুল ধুলে ভাল ফল পাবেন।   এ ছাড়াও কোকাকোলা’র আরও অনেক কাজ আছে। গাড়ির ভেতরের ময়লা পরিষ্কার করা থেকে বাথরুম পরিষ্কারের কাজেও কোকাকোলা ব্যবহৃত হতে পারে। মজার বিষয় হল, চুল ধোয়ার জন্যও আপনি কোকাকোলা ব্যবহার করতে পারবেন!  বিষয়টা যেমন এমনই- কোকাকোলা খাবেন না মাথায় দেবেন?হাফিংটন পোস্ট ও দি ইন্ডিপেন্টেডেন্টসহ বেশ কিছু গণমাধ্যমে এ নিয়ে কিছু প্রতিবেদন দৃষ্টিগোচর হয়েছে।   এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌন্দর্যবিষয়ক ব্লগার এলকো তার ব্লগে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে যে, তিনি কোকাকোলা দিয়ে নিজের চুল ধুয়ে পরিষ্কার করছেন।

গত  শুক্রবার যুক্তরাজ্যের কসমোপলিটন ম্যাগাজিনের অনলাইন সংস্করণে প্রকাশিত হওয়ার পর ভিডিওটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে।

মূলতঃ সুপার মডেল সুকি ওয়াটারহাউসকে দেখে এলকো অনুপ্রাণিত হয়েছেন। সুকি যুক্তরাজ্যের একটি সাপ্তাহিক পত্রিকায় বলেছেন, তিনি মাঝে মাঝে নিজের চুল ধোয়ার জন্য কোমল পানীয় ব্যবহার করে থাকেন এবং এর ফলে তার চুলের পুরো লুকই বদলে যায়।

এ বিষয়ে সুকি বলেন, ‘চুল এতটাই এলোমোলো হয় যেন মনে হয়, আমি আমাজান বা অন্য কোথাও থেকে এসেছি।’

সুকির মত এলকোও কোকাকোলা দিয়ে চুল ধুয়ে বেশ সন্তুষ্ট। এলকো বলেন, কোকাকোলা তাঁর চুলকে মজবুত করেছে। ‘আমি অবশ্যই এই কাজটি আবারও করব।’ বললেন এলকো।

কিন্তু শুধু সুকি এবং এলকোই এই কাজটি করেন নি। সেভেনটিন ম্যাগাজিনে গত এপ্রিল মাসে এমনই একটি গবেষণা প্রকাশ করা হয়েছিল। যার ফলাফলে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া ছিল।

কেউ কেউ বলেছেন, কোকাকোলা তাঁদের চুলকে বেশ মজবুত করেছে আবার কেউ বা বলেছেন পদ্ধতিটি তাঁদের পছন্দ হয়েছে, কিন্তু সব সময় তাঁরা চুলে কোকাকোলা ব্যবহার করবেন না। কারণ শ্যাম্পু আর কোকাকোলার মাঝে তাঁরা খুব বেশি পার্থক্য খুঁজে পান নি।

তবে কোকাকোলা চুলের উপকার করে না অপকার করে সেটা ব্যবহারের পরই বুঝতে পারবেন। তাহলে আর দেরি না করে আজই একবার কোকাকোলা দিয়ে চুল ধুয়ে দেখুন তো কী ঘটে।

https://www.bustle.com/articles/72678-i-washed-my-hair-with-coca-cola-because-suki-waterhouse-told-me-to

http://www.independent.co.uk/life-style/health-and-families/features/should-you-wash-your-hair-with-coca-cola-a6677456.html

 

https://www.youtube.com/watch?v=bhYr6nistd0

 

Leave a Reply

You must be logged in to post a comment.

Editor in Chief: Dr. Omar Faruque

Editor: Dr. Morjina Akhter

All contact: 400E Mosholu Parkway South Apt # A23,The Bronx, New York 10458, USA

Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com