কিমকে আমি ‘বেঁটে-মোটা কখনই বলি নি, তাহলে তিনি কেন আমাকে ‘বুড়ো’ বলে অপমান করলেন?
নিউইয়র্ক থেকে ড. ওমর ফারুক। তারিখঃ ১২ নভেম্বর ২০১৭। সময়ঃ রাত নয়টা।
মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যুইট প্রেসিডেন্ট হিসেবে পরিচিত ডোনাল্ট ট্রাম্প তাঁর এশিয়া সফর নিয়ে বরাবরের মত বেশ কিছু ট্যুইট করে বিশ্বব্যাপী সকলকেই কমবেশি বিনোদন দিয়েই চলছেন। এখন তিনি একদিকে এশিয়ার বিভিন্ন দেশ সফর করছেন, অন্যদিকে মজাদার ট্যুইট করেও বিনোদনপ্রিয় মানুষদের একটু আনন্দও দিয়ে চলছেন। এসব ট্যুইটে অবশ্য তিনি তাঁর বিরুদ্ধবাদী ব্যক্তি ও রাষ্ট্রের সমালোচনা করছেন। তিনি জানান, আমেরিকা-রাশিয়ার সম্পর্ক নিয়ে তাঁর বিরুদ্ধবাদীর এবং মূর্খরা রাজনীতি করছে৷ তার পাশাপাশি তিনি এও জানান, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন-কে তিনি ‘বেঁটে এবং মোটা’ বলতে চান না৷
ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে ট্রাম্প ট্যুইট করে জানান, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন যে মোটা ও বেঁটে, তা কি তিনি একবারের জন্যও বলেছেন? কিম তাঁকে বুড়ো বলে অপমান করলেও কিন্তু ট্রাম্প তাঁকে কখনই বেঁটে এবং মোটা বলবেন না বলে মার্কিন প্রেসিডেন্ট জানান৷ যদিও কিমকে এভাবেই ঘুরিয়েই তাঁকে বুড়ো বলার প্রত্যুত্তর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, তিনি এটাও আবার জানান যে, তিনি কিমের বন্ধু হওয়ার বহু চেষ্টা করেছেন, সম্ভবত কোন একদিন হয়ত সেই অসাধ্য সাধন হবে৷
ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমেরিকার সম্পর্ক, পিয়ংইয়ং-এর পরমাণু অস্ত্র পরীক্ষা নিয়ে চীনের পদক্ষেপ এবং উত্তর কোরিয়ার প্রশাসক কিম কে নিয়ে ব্যাঙ্গাত্মক ট্যুইট করেন৷
ট্রাম্প বলেন, সর্বদা রাজনীতি করা দেশের পক্ষে হিতকর নয়৷ তিনি উত্তর কোরিয়া, সিরিয়া, ইউক্রেন, সন্ত্রাসবাদ এ বিষয়গুলোতে সমাধান চান, যাতে রাশিয়ার মত দেশ সাহায্য করতে পারে৷ আর এ বক্তব্য রাখার পাশাপাশি তিনি কিমের উদ্দেশ্যে জানান, কিম জং উন তাঁকে বুড়ো বলে অপমান করেছেন, কিন্তু তিনি কখনোই কিমকে বেঁটে এবং মোটা বলবেন না!
http://www.thehindu.com/news/international/trump-says-north-koreas-kim-insulted-by-calling-him-old/article20292715.ece